ফলো আপ: কমলগঞ্জে বনরক্ষীকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের ঃ আটক-২

February 25, 2017,

কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জ উপজেলার রাজকান্দি বনরেঞ্জের বাঘাছড়া বনাঞ্চলে সামাজিক বনায়নের এক বনরক্ষীকে কুপিয়ে হত্যার ঘটনায় নিহতের স্ত্রী মনোয়ারা বেগম (২২) বাদি হয়ে শুক্রবার ২৪ ফেব্রুয়ারি রাতে কমলগঞ্জ থানায় ৭ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ মামলার এজাহারভুক্ত ১ আসামী সহ ২ জনকে আটক করেছে।
বুধবার ২২ ফেব্রুয়ারি দিবাগত রাতে বাঘাছড়া বনের সামাজিক বনায়ন এলাকায় সংঘবদ্ধ সশস্ত্র গাছচোরচক্র সামাজিক বনায়নের বনরক্ষী ফারুক হোসেন ওরপে সুন্দর আলী (৩০)কে দা ও কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছিল। শুক্রবার এ ঘটনা নিয়ে একটি সংবাদ প্রকাশ হয়েছিল।
কমলগঞ্জ থানা সূত্রে জানা যায়, ২৪ ফেব্রুয়ারি শুক্রবার বিকাল ৩ টায় বাঘাছড়া গ্রামে নিহত ফারুক হোসেন ওরপে সুন্দর আলীর জানাজার নামাজ শেষে দাফন সম্পন্ন হলে রাতে সুন্দর আলীর স্ত্রী মনোয়ারা বেগম সেলিম মিয়া (২৫)-কে ১ নম্বর আসামী করে ৭ জনের নাম উল্লেখ করে এবং আরও ২ জনকে অজ্ঞাত দেখিয়ে কমলগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। শুক্রবার রাতেই কমলগঞ্জ থানার পুলিশ, বন বিভাগ ও বিজিরি যৌথ অভিযানে মামালার তালিকাভুক্ত ৪নম্বর আসামী কালাম মিয়া (৩৩)-কে আটক করা হয়। শনিবার সকালে বাঘাছড়া গ্রাম থেকে সন্দেহমূলক আজিম মিয়া (২৫) নামে আরও এক ব্যক্তিকে আটক করা হয়। আটক আজিম মিয়া পুলিশের কাছে সামাজিক বনায়নের সদস্য ফারুক হোসেন ওরপে সুন্দর আলীকে হত্যার পরিকল্পনা সম্পর্কিত বেশ গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে বলে থানা সূত্রে জানা যায়।
নিহতের স্ত্রী হত্যা মামলার বাদী মনোয়ারা বেগম বলেন, আসামীরা প্রায়ই বাঘাছড়া বনের সামাজিক বনায়নের গাছ কেটে চুরি করতো। তার স্বামী ফারুক হোসেন ওরপে সুন্দর আলীর পাহারার কারণে তারা ইচ্ছেমত গাছ কাটতে পারতো না। তাই তারা পরিকল্পিতভাবেই তাকে (সুন্দরকে) নির্মমভাবে হত্যা করে ফেলে গেছে। হত্যাকান্ডে অংশ নেওয়া ৭ জনের নাম উল্লেখ করেই তিনি মামলা করেছেন বলে জানান।
ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হান্নান থানায় হত্যা মামলা, রাতে ও সকালে ২ জনকে আটকের কথা নিশ্চিত করে বলেন, ২৫ফেব্রুয়ারি শনিবার সকালে সন্দেহমূলকভাবে আটক আজিম মিয়ার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।
রাজকান্দি বনরেঞ্জের ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা আব্দুল আহাদ বলেন, থানায় হত্যা মামলা হওয়ার পর পুলিশ যেভাবে জোরালো তদন্ত ও অভিযান শুরু করেছে তাতে বাকী আসামীদের গ্রেফতার ছাড়াও এ বনাঞ্চলের গাছ চুরি প্রতিরোধে ভূমিকা রাখবে।
কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) মো: নজরুল ইসলাম নিহতের স্ত্রী দায়ের করা মামলার কথা স্বীকার করে বলেন, শুক্রবার রাতেই তালিকাভুক্ত ১জন আসামীকে আটক করে জিজ্ঞাসাবাদ করে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তাকে এ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। শনিবার সকালে সন্দেহমূলক জিজ্ঞাসাবাদের জন্য আরও ১জনকে আটক করেও এ হত্যা সম্পর্কিত তথ্য পাওয়া গেছে। তবে বাকী আসামীদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com