ফলো আপ: কমলগঞ্জে হাতবোমা বানাতে গিয়ে মাদ্রাসা ছাত্র আহত পুলিশের ধারণা খেলার ছলে হাতবোমা বানাচ্ছিল
কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জ উপজেলার ফুলবাড়ি চা বাগানে ঘরের ভিতর হাতবোমা বানানোর ঘটনায় প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা খেলার ছলে রজব মিয়া (১৬) হাতবোমা বানাচ্ছিল। এদিকে ঘটনার তদন্তে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ধরে নিয়ে আসা আহত ছাত্রের চাচা কালা মিয়া, এলাকাবাসী আব্দুল গফুর ও আব্দুল করিমকে ফুলবাড়ি চা বাগান কর্তৃপক্ষের কাছে ফেরত দেয়া হয়েছে। ১৫ জুলাই শুক্রবার জুম্মার নামাজের পর এ ঘটনাটি ঘটলেও অতি গোপনীয়তার সাথে দ্রুত নাম পরিবর্তন করে মাদ্রাসা ছাত্রকে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
২০ জুলাই বুধবার বেলা আড়াইটায় আলাপকালে মৌলভীবাজারের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন বলেন, এ পর্যন্ত জিজ্ঞাসাবাদে বোঝা যায় খেলার ছলে রজব মিয়া ঘরের ভেতর হাতবোমা বানাচ্ছিল। এ ঘটনায় অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ফুলবাড়ি চা বাগান থেকে রজব মিয়ার চাচা কালা মিয়া, এলাকাবাসী আব্দুল গফুর ও আব্দুল করিমকে কমলগঞ্জ থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের তিনজনকে বাগান কর্তৃপক্ষের কাছে ফেরত দেয়া হয়। তিনি আরও বলেন, রজব মিয়া এখনও গ্রেফতার হিসেবে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৩য় তলায় সার্জারী বিভাগের ৯নং ওয়ার্ডে চিকিৎসাধীন আছে। হাতবোমা বানানোর দায়ে রজব মিয়ার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে এবং ঘটনার অধিকতর তদন্ত চলবে।
ফুলবাড়ি চা বাগান ব্যবস্থাপক লুৎফুর রহমান জানান, শুক্রবারের ঘটনায় এ বাগানের কালা মিয়া, আব্দুল গফুর ও আব্দুল করিমকে জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার রাতে চা বাগান কর্তৃপক্ষের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
মন্তব্য করুন