ফি*লি*স্তিনে ই*স*রা*য়েলি গণহ*ত্যার প্রতিবাদে রাজনগরে বি*ক্ষো*ভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

April 7, 2025,

শংকর দুলাল দেব : রাজনগরে ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বর ও নৃশংশ হামলা ও গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রাজনগর উপজেলার সর্ব সাধারণের ব্যানারে ৭ এপ্রিল সোমবার বাদ যোহর রাজনগর থানা ও বাজার জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা গেইটের সামনে এক সমাবেশের মাধ্যমে শেষ হয়। বিক্ষোভ মিছিল পরবর্তীতে রাজনগর অশ্লিলতা দমন কমিটির সভাপতি আব্দুল আউয়ালের সভাপতিত্বে উক্ত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিশের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাও. আহমদ বেলাল, রাজনগর উপজেলা জামায়াতের আমীর আবুর রাইয়ান শাহীন, রাজনগর কেন্দ্রীয় ঈদগাহের খতিব মাও. আব্দুস শহীদ, রাজনগর উপজেলা খেলাফত মজলিশের সভাপতি মাও. আব্দুল মুকিত, সেক্রেটারী ইবাদুল হক, ফুয়াদ হোসেন মুরাদ, আজিজুল হক রিপন প্রমুখ।

বক্তারা বলেন, বারবার যুদ্ধ বিরতি চুক্তি লঙ্গন করে ফিলিস্তিনের গাজা উপত্যকায় জায়নবাদী ইসরায়েলি বাহিনী হামলা চালিয়ে নিরীহ নারী, শিশু, বৃদ্ধ সহ শতশত অসহায় মুসলমানকে নির্বিচারে হত্যা করছে। এমনকি হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান পর্যন্ত এই হায়েনাদের হামলা থেকে রেহাই পাচ্ছেনা। এমনকি বিগত রমজান মাসেও হামলা থেকে রেহাই পায়নি গাজার নিরীহ মানুষেরা। এমন বর্বর নৃশংশ হামলার মুহূর্তে মুসলিম বিশে^র নেতারা নিরব ভূমিকা পালন করছেন। যুদ্ধ বিরতি লঙ্গন করে জঘন্য এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, আন্তর্জাতিক মুসলিম সংস্থা ও বিশে^র মুসলিম নেতাদের এই নিরবতা ইসরায়েলিদের দাসত্বের সামিল। বিশ^ মানবতার এই দুর্যোগমময় মুহূর্তে সকলকে ঐক্যবদ্ধ হয়ে নিপিড়ীত ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে হবে। বাংলাদেশ সরকার সহ বিশে^র মুসলিম নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়ে বক্তারা বলেন, নিরবতা ভেঙ্গে গণহত্যা ও যুদ্ধ বিরতি লঙ্গনের দায়ে নেতানিয়াহু সরকার, ইসরায়েল ও তাদের দোসরদেরকে বিচারের মুখোমুখি করতে হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com