ফুলের শহরে রূপান্তরিত করতে মৌলভীবাজার পৌরসভার উদ্যেগে মাস ব্যাপি কর্মসূচির উদ্বোধন

August 31, 2021,

স্টাফ রিপোর্টার মৌলভীবাজার পৌরসভার আয়োজনে পৌর মেয়র চত্বরে মৌলভীবাজার পৌরসভাকে ফুলের শহরে রূপান্তরিত করার লক্ষে ফুলগাছ রোপনে মাস ব্যাপি কর্মসূচির উদ্বোধন করা হয়।

মঙ্গলবার ৩১ আগষ্ট পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। বিশেষ অতিথি ছিলেন বিএমএ মৌলভীবাজার ও  চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সাবেক সভাপতি ডাঃ এম এ আহাদ, বিএনএসবি চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক মোসাহিদ আহমদ চুন্নু।

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল খালেক, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ। এসময় পৌর কাউন্সিলর, মহিলা কাউন্সিলর, সাংবাদিক ও গণ্যমাণ্য ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ফুলগাছের চারা রোপন করে মাস ব্যাপি কর্মসূচির উদ্বোধন করেন। উল্লেখ্য বিরল প্রজাতির বিভিন্ন ধরনের ফুলের চারা মৌলভীবাজার পৌরসভার বিভিন্ন জায়গায় রোপন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে পৌর সভার সম্মুখে পুকুরপাড়ে বিভিন্ন জাতের গাছ লাগানো হয়।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com