ফেসবুকে আপত্তিকর পোস্ট : থানায় অভিযোগ

October 15, 2017,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ পাওনা টাকার বিরোধ নিয়ে এক সংবাদকর্মী ও তার পরিবারকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর পোস্ট করেছে শামীম বুলবুল ওরফে পাভেল নামে এক ব্যক্তি। ঘটনার পরে ওই সংবাদকর্মী ও তার পরিবার মানসিকভাবে ভেঙে পড়েছেন। এ ব্যাপারে সংবাদকর্মী সোলেমান আহমেদ মানিক শ্রীমঙ্গল থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে জানা গেছে, শ্রীমঙ্গল উপজেলার বিরামপুরের আব্দুল গফুরের ছেলে সোলেমান আহমেদ মানিকের সঙ্গে রাজধানীর বনশ্রীর-সি ব্লকের রোড-৭ এর ২ নম্বর বাড়ির মৃত শওকত সিকদারের ছেলে শামীম বুলবুল ওরফে পাভেলের সঙ্গে পাওনা টাকা নিয়ে বিরোধ ছিল।
২৭ সেপ্টেম্বর রাত ১০ টার দিকে পাভেল তার ব্যবহৃত মোবাইল থেকে রাইনবো-রাইনবো আইডি থেকে একটি স্ট্যাটাস দেন। তার ভিজিটিং কার্ড সৃজন করে মেয়ের দালাল উল্লেখ করা হয়েছে। আর তাকে অন্য এক মেয়ের সঙ্গে ফটোশপের মাধ্যমে মানিকের ছবি যুক্ত করা হয় এবং আপত্তিকর শব্দসহ ব্যবহার করে গত ২৬ সেপ্টেম্বর স্ট্যাটাস দেয়া হয়। এরপর গত ২৯ সেপ্টেম্বর সোলেমানের স্ত্রী ও বাচ্চার ছবি এডিট করে অন্য মেয়ের আপত্তিকর ছবি সংযোগ করে স্ট্যাটাস দেন। আবার বলা হয়, স্বামীর পরকীয়া দেখে ফেলায় স্ত্রীকে মারধর করলো আহতের স্বামী। এবং গত ২৯ সেপ্টেম্বর ফেনসিডিল ব্যবসায়ীসহ আপত্তিকর দালাল উল্লেখ করে স্ট্যাটাস দেওয়া হয়েছে। এ ব্যাপারে শ্রীমঙ্গল থানায় গত ৩০ সেপ্টেম্বর সাধারণ ডায়রি করা করা হয়েছে। এ বিষযে শামীম বুলবুল পাভেলের সঙ্গে যোগাযোগ করতে তার সেল ফোনে বার বার চেষ্টা করা হলেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
এদিকে থানায় জিডি করার পর বিভিন্ন ফেইক আইডি থেকে শামীম বুলবুল ওরফে পাভেল বিভিন্ন মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com