ফেসবুকে প্রধানমন্ত্রীর বিকৃত ছবি পোস্ট করায় যুবক গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার॥ রাজনগর উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রীসহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করার অভিযোগে ফাহিম আহমেদ রায়হান (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে রাজনগর থানা পুলিশ।
২৬ অক্টোবর মঙ্গলবার রাজনগর থানাধীন ৩ নং মুন্সিবাজার ইউনিয়নের নয়াটিলা (দক্ষিন খলাগাঁও) গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ফাহিম আহমেদ রায়হান রাজনগর উপজেলার নয়াঠিলা গ্রামের আয়াছ মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, ফাহিম আহমদ রায়হান সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিগণের ব্যাঙ্গাত্মক ছবি পোষ্ট করার প্রেক্ষিতে এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়। বিষয়টি নজরে এলে রাজনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোঃ ফরিদ উদ্দিন ও উপ পুলিশ পরিদর্শক জনাব বিনয় ভূষন চক্রবর্তী সহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় উপজেলার নয়াঠিলা গ্রামে অভিযান পরিচালনা করে ফাহিম আহমেদ রায়হানকে গ্রেপ্তার করে। এরপর ডিজিটাল নিরাপত্তা আইনে তাঁর বিরুদ্ধে রাজনগর থানায় মামলা করে পুলিশ।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, ফাহিম আহমদ রায়হানকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন।
মন্তব্য করুন