ফেসবুকে প্রধান বিচারপতি নিয়ে মানহানিকর স্ট্যাটাট দেয়ায় শ্রীমঙ্গলে এক জন গ্রেফতার

April 22, 2017,

সাইফুল ইসলাম॥ প্রধান বিচারপতি এস. কে সিনহাকে নিয়ে ফেসবুকে মানহানিকর স্ট্যাটাট দেয়ায় শেখ নোমান (৩৫) কে গ্রেফতার করেছে থানা পুলিশ।
২১ এপ্রিল শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে শ্রীমঙ্গল শহরের হবিগঞ্জ রোডস্থ এনা বাস কাউন্টার থেকে তাকে গ্রেফতার করা হয়। শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক রাশেদুল আলম খাঁন এ তথ্য নিশ্চিত করেন।
২ এপ্রিল মামলাটি দায়ের করেন আইনজীবি মো. এনায়েত কবির মিন্টু তার বিরুদ্ধে তথ্য ও প্রযুক্তি আইন ২০০৬ (সংশোধনী) ২০১৩ এর ৫৭ (২) ধারায় শ্রীমঙ্গল থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার এজহারে তিনি উল্লেখ করেন গত ২১ মার্চ দিবাগত রাত ১.২০ ঘটিকার সময় শ্রীমঙ্গল শহরের মিশন রোডের বাসিন্দা মো. সামছুল ইসলামের পুত্র শেখ নোমান (৩০) তার ফেসবুক আইডিতে ‘প্রকাশ্যে বিভিন্ন রাজনৈতিক প্রোগ্রামে অংশগ্রহণ করে তিনি বিচার বিভাগকে প্রশ্নবিদ্ধ করে তুলেছেন’ শিরোনামে একটি স্ট্যাটাস দেন। এ স্ট্যাটাসের সাথে ২টি ছবিও সংযুক্ত করে দেয়া হয়। মামলার এজহারে বাদি উলে¬খ করেন বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতির বিরুদ্ধে উক্ত সংবাদ প্রকাশের ফলে প্রধান বিচারপতির মানহানি ঘটেছে এবং এর কারনে স্বাধীন বিচার বিভাগ ও ব্যক্তির ভাবমুর্তি ক্ষুন্ন হয়েছে। মাননীয় প্রধান বিচারপতিকে হেয় প্রতিপন্ন ও তাঁহাকে বিতর্কিত করার হীন উদ্দেশ্যে উক্ত সংবাদটি প্রকাশ করা হয়েছে। বিচার বিভাগের কর্ণধার হিসেবে মাননীয় প্রধান বিচারপতি বাংলাদেশের যে কোন জায়গায় গমন এবং যে কোন সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করার আইনগত ও ন্যায়ত অধিকার রয়েছে। বাদি মামলার আরজিতে উলে¬খ করেন ‘মাননীয় প্রধান বিচারপতি বিচার বিভাগের দায়িত্ব গ্রহণের পর ১৯৭১ সালের যুদ্ধাপরাধীদের বিচার কার্য সম্পন্ন করায় একটি কুচক্রী মহল বিভিন্নভাবে মাননীয় প্রধান বিচারপতিকে ও বর্তমান সরকারকে হেয় প্রতিপন্ন ও বিতর্কিত করার অপপ্রয়াসে লিপ্ত রহিয়াছে। উক্ত সংবাদটি ফেসবুকে প্রকাশের ফলে জনমনে বিভ্রান্তি ও স্বাধীন বিচার বিভাগ এর ভাবমুর্তি ক্ষুন্ন হইয়াছে।’ বাদি এ দেশের একজন নাগরিক এবং আইন পেশার সাথে যুক্ত থাকায় সংবাদটি দেখে ও পড়ে তিনি ব্যাথিত ও ক্ষুব্ধ হয়ে সুবিচার প্রাপ্তির লক্ষ্যে উক্ত মামলাটি দায়ের করেছেন বলে জানান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com