ফেসবুকে বড়লেখা থেকে শিশু নুসরাত নিখোঁজের পোষ্ট ‘স্রেফ গুজব’

November 11, 2024,

আব্দুর রব : বড়লেখা থেকে নুসরাত জাহান নামে এক শিশু নিখোঁজ হয়েছে বলে ফেসবুকে একটি পোষ্ট ছড়িয়ে পড়েছে। শিশুটির সন্ধান  চেয়ে বিভিন্ন ব্যক্তির আইডি-পেইজ থেকে পোস্টটি শেয়ার করা হয়েছে। তাতে একটি ছবি ও একটি মোবাইল নম্বর দেওয়া হয়। যদিও মোবাইল নম্বরটিও বন্ধ রয়েছে।

তবে শিশুটি বড়লেখার কোন এলাকা থেকে নিখোঁজ হয়েছে সেই তথ্য কেউই নিশ্চিত করতে পারছে না। শিশুটির পিতৃপরিচয়ও কেউ বলতে পারছে না। এমনকি কার আইডি থেকে প্রথম এই খবরটি ছড়ানো হয়েছে তাও জানা যায়নি। এজন্য কেউ কেউ এই পোস্টের সত্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন। তবে, গণমাধ্যম কর্মীদের অনুসন্ধানে শিশু নিখোঁজের এই পোষ্টটি গুজব বলেই নিশ্চিত হওয়া গেছে। পুলিশও বলছে বিষয়টি স্রেফ গুজব। যার কোনো সত্যতা পাওয়া যায়নি।

ফেসবুকে ছড়িয়ে পড়া পোস্টে উল্লেখ করা হয়েছে, ‘আপনার একটা শেয়ারে মেয়েটা তার পরিবারে পৌঁছার সম্ভাবনা। নাম নুসরাত জাহান।

থানা : বড়লেখা। জেলা : মৌলভীবাজার। মৌলভীবাজারের বড়লেখা বাজার থেকে সাত বছরের ‘নুসরাত জাহান’ নামের শিশুটি গতকাল আনুমানিক দূপুর, ১ ঘটিকার সময় স্কুল থেকে ফেরার পথে নিখোঁজ,, বাসায় আর ফিরেনি। কেউ যদি উক্ত মেয়েটিকে পেয়ে থাকেন তাহলে নিচের নাম্বার এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। ০১৭৪৭২১৬২৯৬। সবাই শেয়ার দিয়ে সহায়তা করবেন..।’

ফেসবুকে পোস্টটি শেয়ার করেছেন আহমদ জাহেদ, এমএ ওয়াহিদ চৌধুরী, আব্দুর রহমান শাহরিয়া, মো. নাহিদুল ইসলাম, আমিনুল ইসলাম মামুন, মাও: শেখ জয়নাল আবেদীন, আসাব আহমদ জাবেদ, অপেক্ষা, রয়েল ওয়্যার, বাংলা ব্যান্ড মিউজিক সোসাইটি, আমার বাংলাদেশসহ অনেকেই। তাতে অনেক লাইক ও কমেন্ট পড়েছে। অনেকে তা শেয়ার করেছেন।

তাহরিমা নামে একজন ফেসবুকে এই পোস্টটি দিয়েছেন। তাতে প্রায় আটশ’ লাইক ও শতাধিক কমেন্ট পড়েছে। এতে ‘এই পোস্টটি সম্পূর্ণ ভিত্তিহীন গুজব’ বলে আব্দুল ওয়াদুদ আদনান নামে একজন মন্তব্য করেছেন। পাশাপাশি তিনি ‘প্লিজ রিমুভ দিস পোস্ট বইন’ বলে ইংরেজিতে মন্তব্য করেছেন। এই পোস্টে মোহাম্মদ নুরুল ইসলাম নামে একজন বলেছেন, ‘গতকাল মতো স্কুল বন্ধ ছিলো!’  উত্তরে তাহরিমা লিখেছেন, ‘এটা ২দিন আগের নিউজ’। অবশ্য পোস্টের নিচে তাহরিমা নিজেই এই খবরের সতত্য নিয়ে প্রশ্ন তুলে তাতে লিখেছেন, ‘কিতা বিশ্বাস করতাম অনেক দেখি কয় নিউজ এটা ভুয়া’।

মৌলভীবাজারের গণমাধ্যকর্মী আফরোজ আহমদ সোমবার সকালে পোষ্টে উল্লেখিত নম্বরে ফোন দিলে অপরপ্রান্তের ব্যক্তি জানান, তার কোনো মেয়ে নিখোঁজ হয়নি। তিনি কোনো পোষ্টও করেননি। তার নম্বর কে ফেসবুকে দিলো এ নিয়ে তিনি প্রশ্ন তোলেন। সাংবাদিক আফরোজ নিশ্চিত করে শিশু নুসরাত নিখোঁজের পোষ্টটি স্রেফ গুজব।

বড়লেখা থানার ওসি আবদুল কাইয়ূম জানান, নুসরাত নামে কোনো শিশু নিখোঁজের বিষয়ে পুলিশের কাছে কোনো তথ্য নেই। এব্যাপারে থানায় কেউ জিডিও করেনি। বিষয়টি সম্পূর্ণ গুজব।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com