ফ্রান্সে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

November 14, 2017,

ফ্রান্সে ৭নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। রোববার প্যারিসের ক্যাথসীমার একটি রেস্তুরায় এ দিবস পালিত হয়। ফ্রান্স বিএনপি আয়োজিত এ দিবস পালন কালে ফ্রান্স যুবদল ,ছাত্রদল ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।
ফ্রান্স মহানগর বিএনপির সভাপতি হেনু মিয়ার সভাপতিত্বে ও ফ্রান্স বিএনপির সাবেক সহ সভাপতি এমএ রশিদ পাঠোয়ারীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফ্রান্স বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেন পাঠোয়ারী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফ্রান্স বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাজি জালাল খান,যুগ্ম সম্পাদক জুনেদ আহমদ,বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফোরামের সভাপতি ইলিয়াস কাজল,সাধারণ সম্পাদক আলম খান,যুবদল ফ্রান্সের সভাপতি আহাম্মেদ মালেক,ফ্রান্স বিএনপির সাবেক ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক আব্দুর রাহিম মিয়া ও বিএনপি নেতা মশিউর রহমান প্রমুখ।
এ সময় অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন,ফ্রান্স বিএনপির সাবেক ক্রীড়া সম্পাদক আব্দুল কুদ্দুস,বাংলাদেশের চাকগিল কলেজের সাবেক সভাপতি আমিনুল হক মজনু,ফ্রান্স বিএনপির সদস্য শেখ সোহেল,সহ শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির,খালেদ হোসেন বাবলু,মাসুদ হাওলাদার,বিএনপি নেতা মাসুদুর রহমান,আব্দুর রাজ্জাক রাজু,আব্দুল হয়,আমিনুর রহমান,তারেক আহমদ,আরিফ হোসেন,আনোয়ার হোসেন মিঠু,তারিকুল ইসলাম,মারুফ হোসেন মুন্না,গোলাম মোস্তফা,ফারুক হোসেন,জাবেদ আহমদ,আমিনুর রহমান প্রমুখ।
এ সময় বক্তারা বলেন,ঐতিহাসিক ৭নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসকে সামনে রেখে শহীদ জিয়াউর রহমানের আর্দশে অনুপ্রাণিত হয়ে সকল নেতা কর্মীদের ঐক্যবদ্ধ আন্দোলনে এ অবৈধ সরকারের পতনের মধন্য দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com