ফ্রান্সে বাঙ্গালী বাসায় দুর্র্ধষ ডাকাতি
মোহাম্মদ আব্দুল মুহিব॥ মঙ্গলবার স্থানীয় সময় বিকাল ৩:০০ঘটিকায় দুর্র্ধষ ডাকাতি সংঘটিত হয়েছে।প্যারিসের নিকটস্থ রবিসপ্রেয়ার মেট্রোর সন্নিকটস্থ ১৬ রোই পলবের এলাকায় গঠনা ঘটেছে।বাসার মালিক
সাদাত হুসেন রনি।
ডাকাতরা প্রায় ১০০০০ (দশ হাজার )ইঊরোর মালামাল লুট করে নেয়।
ডাকাতরা প্রথমে হুসেন নামের একজন বাঙ্গালীকে খোজার অভিনয় করে বাসায় ঢুকে যায়।বাসায় থাকা দুজন লোকে জিম্মি করে বাসার টয়লেটে ঢুকিয়ে বাহির হতে দরজা বন্ধ করে দেয় এবং ডাকাতরা বলে ৩০:০০মিনিট পর দরজা খুলতে।ডাকাতরা বাসার সব মালামাল ঊলটপালট করে খুজে।
মসিঊর রহমান আর ৪ দিন পর দেশে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন।তিনি দেশে যাওয়ার জন্য প্রায় ৪০০০(চার হাজার)ইঊরোর মালামাল ক্রয় করে ছিলেন,এসব মালামাল সহ তাহার নগদ ১০০০(এক হাজার)ইঊরো লুট করে।এছাড়াও ল্যাপটব,মোবাইল ফোন সহ অন্যান্য মালামাল লুট করে।
ফ্রান্সে ইদানিং চুরি এবং ডাকাতি বৃদ্ধি পেয়েছে।এসব দুষ্কৃতিকারীর প্রধান টার্গেট বাঙ্গালী কারন বাঙ্গালীরা ফরাসী ভাষায় দূর্ভল।
ধারনা করা হচ্ছে ডাকাতরা আরবি কোন দেশের।
ফরাসী ভাষাগত জটিলতার কারনে এখনো কোন প্রকার মামলা বা অভিযোগ করা সম্ভব হয়নি।
ফ্রান্সে প্রবাসী মুরব্বিগন সব সময় দরজা বন্ধ রাখার এবং অপরিচিত লোকদের দরজা না খোলে দেওয়ার পরার্মশ দিয়েছেন।
মন্তব্য করুন