ফ্রান্সে শব  মিরাজের আলোচনা অনুষ্ঠিত 

May 18, 2016,

আবু তাহির॥ বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতিতে  প্যারিসের বাংলাদেশ অভারভিলা জামে মসজিদে ফ্রান্স আঞ্জুমানে আল ইসলাহ’র উদ্যগে পবিত্র শব ই মিরাজ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ ফ্রান্স শাখার সভাপতি মির্জা শফিকুর  রহমান এর সভাপতিত্বে , যুগ্ম মহা সচিব ক্বারী  আবু সিদ্দীক আনসারীর পরিচালনায় , শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন দপ্তর সম্পদক মাও কাজী আবদুল মুহিত। এসময়  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আল ইসলাহ লন্ডন শাখার সাংগঠনিক সম্পাদক মাও আব্দুল  জলিল , বিশেষ অতিথির বক্তব্য রাখেন  মসজিদ কমিটির  সভাপতি ওয়াহিদ বাহার তাহের , মাও আমিনুল হক , মাও মাসুক আহমেদ সহ   আল ইসলাহ ও ফ্রান্স প্রবাসী নেতূবৃন্দ ।
এ সময় মাওলানা আব্দুল জলিল বলেন শত শত বই, হাদীস তিরমিজি , সহ অনেক হাদিসে  প্রবিত্র শবে মেরাজ ও শবে বরাত সম্পর্কে  প্রমাণাদি থাকার পরও এই প্রবিত্র রাত গুলোতে আল্লাহের  ইবাদত রাসুলের স্বরনে দুরুদ শরিফ নেক কাজ  করতে কেনো এতো বাধা  আলেমরা  দেন। তিনি বলেন সঠিক বিবেক কে কাজে লাগিয়ে সঠিক পথ অবলম্বন করুন , যাহাতে পরকালে আল্লাহ ও আল্লার  রাসুলের দিধার লাভ করতে পারি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com