বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী রাজনগরে যুবলীগের উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ
রাজনগর প্রতিনিধি॥ রাজনগরে উপজেলা যুবলীগের উদ্যোগে জাতিরজনক বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল করা হয়েছে। সোমবার বিকাল ৪টার সময় উপজেলার গালফ কমিউনিটি সেন্টারে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার রাজনগর আসনের এমপি সৈয়দা সায়রা মহসিন। রাজনগর উপজেলা যুবলীগের আহ্বায়ক আব্দুল কাদির ফৌজির সভাপতিত্বে আয়োজিত আলোচনা ও মিলাদ মাহলিফের বিশেষ অতিথি ছিলেন জেলা যুবলীগের সভাপতি নাহিদ আহমদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান আছকির খান, জেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান রনি, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফয়ছল আহমদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক ছাদিকুর রহমান, টেংরা ইউনিয়নের চেয়ারম্যান মো. টিপু খান, উপজেলা মনসুরনগর ইউপি আওয়ামীলীগের সভাপতি ফরজান আহমদ, যুবলীগের যুগ্ন আহ্বায়ক হারুন আহমদ, কৃষক লীগের আহ্বায়ক মাহমুদুর রহমান, তাতীলীগের আহ্বায়ক নূরুল ইসলাম, যুগ্নআহ্বায়ক তাজুল ইসলাম, যুবলীগের সদস্য ইব্রাহীম আহমদ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল সাম্মু, সহসভাপতি মিজানুর রহমান রাজু প্রমুখ।
মন্তব্য করুন