(ভিডিওসহ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবাষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত
স্টাফ রিপার্টার॥ মৌলভীবাজারে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে নারী ও পুরুষ কাবাডি প্রতিযোগিতা ২০২২ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
৫ মার্চ শনিবার বিকেলে শেখ রাসেল ইনডোর স্টেডিয়ামে মৌলভীবাজার সদর উপজেলা ও মৌলভীবাজার পৌরসভা দলের নারী-পুরুষ এর পৃথক ৪টি খেলা অনুষ্ঠিত হয়। খেলায় পুরুষ দলের মধ্যে চ্যাম্পিয়ন মৌলভীবাজার পৌরসভা ও নারীদের মধ্যে চ্যাম্পিয়ন হয় সদর উপজেলা।
পরে পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পুরষ্কার বিতরণ করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান,পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, ইউপি চেয়ারম্যন আবু সুফিয়ান।
অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) হাসান মোঃ নাসের রিকাবদার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) এ,বি,এম মুজাহিদুল ইসলাম,পুলিশ পরিদর্শক (তদন্ত) গোলাম মর্তুজাসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ অফিসার ও পুলিশ সদস্য।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবাষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে জেলা ত্রুীড়া সংস্থার আয়োজনে ও জেলা পুলিশের সহযোগীতায় খেলায় মোট ৮টি দল অংশ নেয়।
মন্তব্য করুন