বড়লেখায় অবৈধভাবে টিলা কর্তন : ভ্রাম্যামাণ আদালতের জরিমানা

February 11, 2025,

আব্দুর রব : বড়লেখায় অবৈধভাবে টিলা কাটার অপরাধে ফয়জুল হক নামে এক ব্যক্তিকে সোমবার ভ্রাম্যমাণ আদালত ১ লাখ টাকা জরিমানা করেছেন। অর্থদন্ডে দন্ডিত ফয়জুল হক উপজেলার দক্ষিণ মুছেগুল গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ আসলাম সারোয়ার। এসময় সেনাবাহিনী ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

জানা গেছে,  বড়লেখা উপজেলার বিভিন্ন এলাকায় অসাধু ব্যক্তিরা গণহারে অবৈধভাবে টিলা কর্তন ও ফসলি জমির মাটি কেটে পরিবেশের ভারসাম্য বিনষ্ট করছে। খবর পেয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ আসলাম সারোয়ার থানা পুলিশ ও সেনাবাহিনী নিয়ে দক্ষিণ মুছেগুল এলাকায় অভিযান চালান। এসময় অবৈধভাবে প্রাকৃতিক টিলা কর্তনের দায়ে ফয়জুল হক নামক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালত বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ (চ) ধারা লঙ্ঘনের দায়ে ১ লাখ টাকা জরিমানা করেন।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ আসলাম সারোয়ার অবৈধভাবে টিলার মাটি কর্তনের দায়ে এক ব্যক্তিকে এক লাখ টাকা অর্থদন্ড প্রদানের সত্যতা স্বীকার করেছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com