বড়লেখায় আরফাত রহমান কোকো স্মৃতি নাইট মিডিয়াম বার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

February 16, 2025,

আব্দুর রব : বড়লেখায় আরফাত রহমান কোকো স্মৃতি নাইট মিডিয়াম বার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শনিবার ১৫ ফেব্রুয়ারি রাতে বৃহত্তর গাজিটেকার আয়োজনে রেলওয়ে যুবসংঘ মাঠে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। উদ্বোধনী খেলায় ১-০ গোলে বারইগ্রামকে হারিয়ে চুকারপুঞ্জি ফুটবল একাদশ জয়লাভ করেছে।

 টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক কয়েছ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বড়লেখা উপজেলা বিএনপির আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদিন।

টুর্নামেন্ট পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মিছবাহ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নছিব আলী, যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান খসরু, পৌর বিএনপির সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম, পৌর বিএনপির আহ্বায়ক মীর মখলিছুর রহমান, যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম খোকন, সদস্য আলতাফ হোসেন, ক্রীড়া সংগঠক সাইফুল আলম রাসেল, টুর্নামেন্ট পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ আবু হানিফ জাকারিয়া প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com