বড়লেখায় ইউনিয়ন আ.লীগের  সহ সভাপতিসহ গ্রেফতার ৬

December 11, 2024,

আব্দুর রব : বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক ইউপি সদস্য বেলাল আহমদকে মঙ্গলবার দুপুরে পুলিশ ফের গ্রেফতার করেছে। এছাড়া সোমবার রাতে অভিযান চালিয়ে পুলিশ সাজাপ্রাপ্ত আসামিসহ বিভিন্ন মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আরো ৫ আসামিকে গ্রেফতার করেছে। এরা হলেন- রশিদ আহমদ (সাজাপ্রাপ্ত), আজমল আলী, সাইদুল ইসলাম, লাইলুছ মিয়া ও মখলুছা বেগম রুফিয়া।

জানা গেছে, আওয়ামী লীগ নেতা বেলাল আহমদকে গত ১৩ নভেম্বর থানা পুলিশ ২০১৩ সালের ইসলামী ব্যাংক কর্মকর্তাদের হত্যা চেষ্টা, মোটরসাইকেল পুড়ানো ও টাকা ছিনতাই ঘটনায় ব্যাংক কর্মকর্তা আব্দুল মালিকের দায়েরকৃত মামলার সন্ধিগ্ধ আসামি হিসেবে গ্রেফতার করে। পরে তিনি আদালত থেকে জামিন পেয়ে কারাগার থেকে বেরিয়ে আসেন। মঙ্গলবার আদালতে ওই মামলার হাজিরা দিয়ে বাড়ি ফেরার সময় উপজেলা সদর থেকে একটি মামলার এজাহার নামীয় আসামি হিসেবে পুলিশ তাকে গ্রেফতার করেছে।

থানার ওসি মো. আব্দুল কাইয়ুম জানান, গ্রেফতার আওয়ামী লীগ নেতা বেলাল আহমদ সোমবার রাতে থাকায় রেকর্ডকৃত ০৮(১২)২০২৪ নং মামলার এজাহার নামীয় আসামি। তিনিসহ গ্রেফতার অপর ৫ আসামিকে মঙ্গলবার বিকেলে আদালতে সোপর্দ করেছেন।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com