বড়লেখায় ইমাজিন ফাইন্ডেশন উপদেষ্ঠার মৃত্যু বার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল

March 24, 2025,

আব্দুর রব : ইমাজিন ফাউন্ডেশনের উপদেষ্ঠা ও বড়লেখা উপজেলা দলিল লেখক সমিতির সাবেক সভাপতি মরহুম  মো: খলিলুর রহমানের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে রোববার ২৩ মার্চ বিকেলে বড়লেখা পৌর শহরের পানিধারস্থ মরহুমের বাসভবনে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ফাউন্ডেশনের কেন্দ্রীয় মহাসচিব মুন্সী শরীফুল ইসলামের সভাপতিত্বে ও জেলা সম্পাদক মো. আব্দুল হাকিম ইমনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন ইমাজিন ফাউন্ডেশনের কেন্দ্রী কমিটির সমন্বয়ক এবং যুগ্ম-মহাসচিব, নাট্যজন ও কবি মোঃ শহীদ-উল ইসলাম গিপ্রন্স। অন্যদের মধ্যে বক্তব্য দেন ইমাজিন ফাউনন্ডেশনের মৌলভীবাজার জেলা সহ-সভাপতি মুহিবুর রহমান কামাল, নিসচা বড়লেখা উপজেলা সভাপতি সাংবাদিক তাহমীদ ইশাদ রিপন, ফাউন্ডেশনের উপজেলা শাখার সিনিয়র সহসভাপতি মাওলানা জমির উদ্দিন, নিসচা বড়লেখা শাখার সাধারণ সম্পাদক আইনুল ইসলাম, সাবেক ছাত্রনেতা আব্দুল আহাদ রুহুল, ফাউন্ডেশনের সহ-সভাপতি হাবিবুর রহমান বাদল ও কার্যকরী সদস্য জাহিদুল ইসলাম।

পরে ফাউন্ডেশনের উপদেষ্টা ও উপজেলা দলিল লেখক সমিতির সাবেক সভাপতি মরহুম খলিলুর রহমানের বিদেহ আত্মার মাগফিরাত ও দেশ-জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. জমির উদ্দিন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com