বড়লেখায় এইচএসসিতে  জিপিএ-৫ প্রাপ্ত ৮৪ কৃতী  শিক্ষার্থীকে সংবর্ধনা

November 2, 2024,

আব্দুর রব : বড়লেখার এবাদুর রহমান চৌধুরী শিক্ষা ও সেবা ফাউন্ডেশন এবারের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৮৪ জন কৃতী শিক্ষার্থী ও জিপিএ-৫ অর্জনকারি ৮ শিক্ষা প্রতিষ্ঠানকে (কলেজ) সংবর্ধনা দিয়েছে। বৃহস্পতিবার ৩১ অক্টোবর দুপুরে সানাই কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠান সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক প্রতিমন্ত্রী মরহুম অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরীর মেয়ে ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী।

সাবেক শিক্ষক সৈয়দ ছয়েফ আহমদের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মীর মুহিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মুহিবুর রহমান ফারুক, এবাদুর রহমান চৌধুরী টেকনিকেল এন্ড বি.এম কলেজের অধ্যক্ষ বুদ্ধ দেব দাশ গুপ্ত, নারীশিক্ষা একাডেমি ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক মোশারফ হোসেন সবুজ, সহকারি অধ্যাপক বেলাল আহমদ, সহকারি অধ্যাপক রফিক উদ্দিন, সরকারি ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক নাসির উদ্দিন, জেলা বিএনপি নেতা মুজিব রাজা চৌধুরী, পিসি মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক রিয়াজুল ইসলাম, সাবেক শিক্ষক গিয়াস উদ্দিন, দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা লুৎফুর রহমান, গাংকুল পঞ্চগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক দিবাকর দাশ, আরকে লাইসিয়াম স্কুলের শিক্ষক তাজুল ইসলাম, সহকারি শিক্ষক মনির উদ্দিন, শিক্ষক জামিল আহমদ, কৃতী শিক্ষার্থী শেফা বেগম প্রমুখ। পরে অতিথিবৃন্দ জিপিএ-৫ প্রাপ্ত ৮৪ শিক্ষার্থী ও ৮টি শিক্ষা প্রতিষ্ঠানকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করেছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com