বড়লেখায় ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক গ্রে’ফ’তা’র
আব্দুর রব: বড়লেখা উপজেলার নিজ বাহাদুরপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হেলাল আহমদকে মঙ্গলবার ১৪ জানুয়ারি রাতে চান্দগ্রাম বাজারে নিজ ফার্নিচারের দোকানের সামনে থেকে গ্রে’ফ’তা’র করেছে পুলিশ। তিনি চান্দগ্রামের মৃত মখদ্দছ আলীর ছেলে।
উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. এবাদুর রহমানের ৯ সেপ্টেম্বর থানায় দায়েরকৃত হা-ম-লা-ভাং-চু-র, গু-ম ও হ-ত্যা-র হু-ম-কি-র অ’ভি’যো’গে’র মা-ম-লা-র সন্ধিগ্ধ আ’সা’মি হিসেবে পুলিশ তাকে গ্রে’ফ’তা’র দেখিয়ে বুধবার বিকেলে আদালতের মাধ্যমে কা’রা’গা’রে পাঠিয়েছে।
থানার ওসি মো. আব্দুল কাইয়ুম জানান, ছাত্রদল নেতা মো. এবাদুর রহমানের দায়েরকৃত মা-ম-লা-র অ’ভি’যো’গ তদন্তে গ্রে’ফ’তা’র আসামি মো. হেলাল আহমদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়। মঙ্গলবার রাতে অ’ভি’যা’ন চালিয়ে তাকে গ্রে’ফ’তা’র করা হয়। বুধবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে কা’রা’গা’রে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন