বড়লেখায় ঔষধি ও বৃক্ষ রোপনের উপর দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ

July 2, 2024,

আব্দুর রব॥ বড়লেখায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আওতায় ২৫ জন উপকারভোগিকে বসত বাড়িতে মাইক্রোসাইট ভিত্তিক শাক সবজি, ঔষধি ও বৃক্ষ রোপনের উপর ৩ দিন ব্যাপি দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ ডিমাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। সিলেট বনবিভাগ এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে।
রোববার ৩০ জুন বিকেলে অনুষ্ঠিত সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার মনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন যুগান্তরের উপজেলা প্রতিনিধি সাংবাদিক আব্দুর রব। সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষনর্থীদের মাঝে বিভিন্ন কৃষি সমরঞ্জামাদি প্রদান করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মনোয়ার হোসেন। সভায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন বন বিভাগের বড়লেখা রেঞ্জ কর্মকর্তা শেখর রঞ্জন দাস, বড়লেখা বিটের ফরেস্ট গার্ড আবু ছিদ্দিক, বিওসি কেছরিগুল ডিমাই দক্ষিণ উপকারভোগি সমিতির সভাপতি ফয়জুর রহমান, বিওসি কেছরিগুল ডিমাই উত্তর উপকারভোগি সমিতির সভাপতি কায়ছার আহমদ।
৩ দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন বনবিভাগের সহকারি বন সংরক্ষক (শ্রীমঙ্গল) মো. নাজমুল আলম, রেঞ্জ কর্মকর্তা শেখর রঞ্জন দাস, উপ-সহকারি কৃষি কর্মকর্তা বিপুল কুমার দাস ও শম্পা আক্তার, বন বিভাগের কমিউনিটি ডেভলপার অফিসার মো. খায়রুজ্জামান প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com