বড়লেখায় গাঁজাসহ ইটভাটা শ্রমিক গ্রেফতার
আব্দুর রব॥ বড়লেখা থানা পুলিশ উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের বোয়ালি গ্রামের আলীনগর ব্রিকস ফিল্ডে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে ১ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ ইটভাটা শ্রমিক জাহাঙ্গীর মিয়াকে গ্রেফতার করেছে। বুধবার ১০ জানুয়ারি গ্রেফতার মাদকসেবীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বড়লেখা থানার এসআই স্বপন কান্তি দাস শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই আনোয়ার হোসেনের সহায়তায় বোয়ালি গ্রামের আলীনগর ইটভাটায় অভিযান চালান। ইটভাটা শ্রমিকদের ৫ নং কক্ষে তল্লাশিকালে পুলিশ ১ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করে। এসময় শ্রমিক জাহাঙ্গীর মিয়াকে পুলিশ গ্রেফতার করে।
বড়লেখা থানার সেকেন্ড অফিসার এসআই হাবিবুর রহমান পিপিএম জানান, গাঁজাসহ ইটভাটা শ্রমিক গ্রেফতারের ঘটনায় এসআই স্বপন কান্তি দাস বাদী হয়ে বুধবার রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে। আদালতের মাধ্যমে আসামি জাহাঙ্গীর মিয়াকে কারাগারে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন