বড়লেখায় জাতীয় ভোটার দিবস পালন

আব্দুর রব : বড়লেখা উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে রোববার ২ মার্চ জাতীয় ভোটার দিবস পালন উপলেক্ষ্য বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইউএনও (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আসলাম সারোয়ারের সভাপতিত্বে ও অমলেন্দু চন্দ্র দাসের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা নির্বাচন অফিসার হাফিজুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এসএম রাশেদুজ্জামান বিন হাবিজ, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মিসবাহ উদ্দিন আফজল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক যুগান্তর প্রতিনিধি আব্দুর রব, উপজেলা সমবায় অফিসার মো. রোহেল উদ্দিন, উপজেলা যুব উন্নয়ন অফিসার এসএম জামাল উদ্দিন, থানার এসআই দেবল সরকার, উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক মীর মুহিবুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের হিসাব রক্ষক আবুল কালাম প্রমুখ।
মন্তব্য করুন