বড়লেখায় জেলা প্রশাসকের সরকারি ডিগ্রি কলেজ পরিদর্শন : অবকাঠানো উন্নয়নে সহযেগিতার আশ্বাস

আব্দুর রব : মৌলভীবাজারের জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন ২৫ মার্চ মঙ্গলবার বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ পরিদর্শন করেছেন। তিনি দুপুরে কলেজ গেইটে পৌছলে কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবদুস সবুর অধ্যাপক মন্ডলীকে নিয়ে তাঁকে স্বাগত জানান।
জেলা প্রশাসক কলেজ ক্যাম্পাস ঘুরে দেখেন এবং একাডেমিক কার্যক্রম পর্যালোচনা করে আনন্দ প্রকাশ করেন। পরে অধ্যক্ষের কার্যালয়ে এক মতবিনিময় সভায় মিলিত হন। অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আবদুস সবুরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করেন মৌলভীবাজার জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আসলাম সারোয়ার।
এসময় জেলা প্রশাসক কলেজের সীমানা প্রাচীর নির্মাণ, অবকাঠামো উন্নয়নসহ সামগ্রিক উন্নয়নে জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
পরিশেষে জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেনকে কলেজের পক্ষ থেকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আবদুস সবুর।
মন্তব্য করুন