বড়লেখায় নিসচা’র উপদেষ্ঠা ও দায়িত্বশীলদের সংবর্ধনা
আব্দুর রব : বড়লেখায় জাতীয় সামাজিক সংগঠন নিসচা’র উপজেলা শাখার উদ্যোগে স্বেচ্ছাসেবি সংগঠনের ৩ জন উপদেষ্ঠা ও ৪ জন দায়িত্বশীল প্রেসক্লাবে অর্ন্তভুক্ত হওয়ায় তাদেরকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার ২১ সেপ্টেম্বর বিকেলে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো: নিয়াজ উদ্দীন। প্রধান আলোচক ছিলেন ফ্রান্স প্রবাসী কমিউনিটি লিডার, সাবেক ছাত্রনেতা, লেখক ও সংগঠক মাওলানা সুহাইল আহমদ সুহেল।
নিরাপদ সড়ক চাই (নিসচা) উপজেলা শাখার সহসভাপতি আব্দুল আজিজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আইনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় শুভেচ্ছা বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক মাস্টার খালেদ আহমদ।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য দেন নিসচা উপদেষ্ঠা ও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোপাল চন্দ দত্ত, নিসচা উপদেষ্ঠা ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক আব্দুর রব, নিসচা উপদেষ্ঠা ও প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সুলতান আহমদ খলিল, নিসচা পৃষ্টপোষক ও প্রেসক্লাবের সদস্য মোহাম্মদ হানিফ পারভেজ, নিসচা উপজেলা সভাপকি ও প্রেসক্লাব সদস্য তাহমীদ ইশাদ রিপন, আশফাক আহমদ, রেদওয়ান আহমদ। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা সচেতন নাগরিক সমাজের যুগ্ম আহ্বায়ক আব্দুল মালিক। অন্যদের মধ্যে বক্তব্য দেন এশিয়ান টিভির নবনিযুক্ত উপজেলা প্রতিনিধি আফজাল হোসেন রুমেল, নিসচা বড়লেখা শাখার সহ-সভাপতি গোলাম কিবরিয়া, ক্রীড়া সমাজকল্যাণ সম্পাদক নূরে আলম মোহন, কার্যকরী সদস্য শাহরিয়া শাকিল, অজিত রবি দাস, আব্দুল হামিদ, জাকারিয়া আহমদ, মজনুর রহমান, শাহাব উদ্দিন, ছায়দুল আহমদ প্রমুখ।
পরে অতিথিবৃন্দ ও নিসচা বড়লেখা উপজেলা শাখার ৩ উপদেষ্টা এবং ৪ জন দায়িত্বশীলকে নিসচা বড়লেখা উপজেলা শাখার পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
মন্তব্য করুন