বড়লেখায় বন্যায় ক্ষতিগ্রস্থ ৪শত’ পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ
আব্দুর রব : বড়লেখায় জুলাই-আগষ্টের বন্যায় ক্ষতিগ্রস্থ সদর ইউনিয়নের মহদিকোনা গ্রামের ৪শত’ পরিবারের মাঝে বৃহস্পতিবার বিকেলে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। সদর ইউনিয়ন উন্নয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা এম আব্দুর রহমান শাহীন এসব খাদ্যসামগ্রীর অর্থায়ন করেন।
মহদিকোনা জামিয়া ইসলামীয়া হাফিজিয়া মাদ্রাসার প্রধান উপদেষ্টা হাজী আউস আলীর সভাপতিত্বে ও উন্নয়ন পরিষদের সদস্য সচিব আতাউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত খাদ্যসামগ্রী বিতরণের সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বড়লেখা সদর ইউনিয়ন উন্নয়ন পরিষদের চেয়ারম্যান শিক্ষানুরাগী মাওলানা এম আব্দুর রহমান শাহিন। বিশেষ অতিথির বক্তব্য দেন মহদিকোনা জামিয়া ইসলামীয়া হাফিজিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ছাইফুর রহমান, বড়লেখা ফাউন্ডেশন ইউকে’র বাংলাদেশ প্রতিনিধি শামীম আহমদ, নিসচা’র সভাপতি সাংবাদিক তাহমীদ ইশাদ রিপন, সাংবাদিক আশফাক আহমদ, প্রবাসী খালেদ আহমদ, সমাজসেবক রুবেল আহমদ, স্বপন আহমদ খান, মুজিবুর রহমান প্রমুখ।
প্রধান অতিথি মাওলানা এম আব্দুর রহমান শাহীন বলেন, বড়লেখা সদর ইউনিয়ন উন্নয়ন পরিষদ ইতিমধ্যে প্রতিটি গ্রামের হত-দরিদ্র মানুষের মাঝে সহযোগিতার হাত প্রসারিত করেছে। তিনি ও তার পরিবার প্রতিনিয়ত সুবিধাবঞ্চিত মানুষের উন্নয়নে সমাজসেবামুলক কার্যক্রম অব্যাহত চালিয়ে যাচ্ছেন। কয়েকটি এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ঘর নির্মাণ, সুপেয় পানির সুব্যবস্থা, রাস্তা-ঘাট, শিক্ষা প্রতিষ্ঠান ও হত-দরিদ্র পরিবারকে সহযোগিতা করেছেন।
মন্তব্য করুন