বড়লেখায় বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ঢেউ টিন বিতরণ

October 10, 2024,

আব্দুর রব : বড়লেখার হাকালুকি হাওর পারের বন্যায় ক্ষতিগ্রস্থ ৩ টি পরিবারকে পুনর্বাসনের অংশ হিসেবে গৃহনির্মাণ সামগ্রী ঢেউ টিন বিতরণ করেছে সর্বস্তরের জন সাধারণ নিয়ে গঠিত ‘বন্যার্তদের পাশে আমরা’ নামক সংগঠন।

মঙ্গলবার ৮ অক্টোবর বিকেল ৩ টায় কানোনগো বাজার সংলগ্ন দর্শনা ব্রিজ এলাকায় গৃহনির্মাণের ঢেউ টিন বিতরণ কালে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো.আবিদুর রহমান আবিদ, বড়লেখা ডিগ্রি কলেজের শিক্ষক আহমদ লিমন, সাংবাদিক মোহাম্মদ মস্তফা উদ্দিন, ‘টিম ফর কোভিড ডেথ’ এর প্রতিষ্ঠাতা সভাপতি মো.শাহাব উদ্দিন, স্কাউটার আহমেদ রাহিম,ব্যবসায়ী ছাদমান সাঈদ ফারাবী প্রমূখ।

বন্যার্তদের পাশে আমরা সংগঠনের পক্ষ থেকে  আহমদ লিমন জানান, ২৪ এর ভয়াবহ বন্যায় বড়লেখা উপজেলার হাওর পারের বহু পরিবার ক্ষতিগ্রস্থ হয়। তাদের পাশে দাড়াতে বড়লেখা উপজেলার সর্বস্তরের জন সাধারণ নিয়ে বন্যার্তদের পাশে আমরা একটি গঠন করি। আমরা ৩টি ধাপে পুনর্বাসনের জন্য ৪৫ টি পরিবারের মাঝে নগদ অর্থ ও আজ ৩ টি পরিবারের মাঝে ঢেউ টিন বিতরণ করেছি। আমরা আমেরিকা প্রবাসী তুফায়েল আহমদ, প্রবাসী রেজাউল ইসলাম, আফজল আহমদ ও তারেক আহমদসহ দেশের বিত্তবান যারা আমাদের এই কার্যক্রমে আর্থিক সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com