বড়লেখায় ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা : দ্রুত আসামি গ্রেফতার দাবিতে স্মারকলিপি
বড়লেখা প্রতিনিধি : বড়লেখা উপজেলা পৌর শহরের হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সিনিয়র সদস্য শামীম আহমদের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় থানায় মামলা দেওয়ার এক সপ্তাহেও কোনো আসামি গ্রেফতার না হওয়ায় মঙ্গলবার দুপুরে নবাগত ইউএনও’র কাছে ব্যবসায়ি নেতৃবৃন্দ স্মারকলিপি প্রদান করেছেন। স্মারকলিপিতে ব্যবসায়িরা হামলাকারি সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন।
স্মারকলিপি প্রদানকালে সমিতির আহবায়ক হাজী আব্দুল হান্নান, সিনিয়র সাংবাদিক ও ব্যবসায়ী সমিতির নেতা এম.এম আতিকুর রহমান, শৈলেন্দ্র দেবনাথ, আব্দুর রহমান মানিক, আব্দুল হাসিব, হারুনুর রশীদ, আব্দুল হক, হাজী রুহেল আহমদ, জুনাইদ আহমদ, তারেক মাহমুদ নাজিম, শামীম আহমদ, মীর শামীমুর রহমান, মোহাম্মদ আবুল হোসাইন, আব্দুল হাফিজ প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৪ অক্টোবর বৃহস্পতিবার ব্যবসায়ী সমিতির সিনিয়র সদস্য শামীম আহমদের উপর জনৈক ময়ুর আহমদ দলবল নিয়ে অতর্কিত সন্ত্রাসী হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেটের একটি হাসপাতালে ভর্তি করা হয়। এব্যাপারে ওনদিন রাতে বড়লেখা থানায় মামলা সন্ত্রীদের বিরুদ্ধে মামলা হয়েছে ( মামলা নং-৪, তারিখ ২৪/১০/২৪)। মামলা দায়েরের এক সপ্তাহ অতিক্রম করেছে কিন্তু এখনও হামলার মুল হোতা সন্ত্রাসী ময়ুর আহমদ সহ তার সহযোগিরা গ্রেফতার না হওয়ায় ব্যবসায়ীদের মধ্যে আতংক বিরাজ করছে। ব্যবসায়ী নেতৃবৃন্দ আইন শৃঙ্খলা রক্ষা ও উন্নয়নে অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে আসতে থানা পুলিশের প্রতি আহ্বান জানিয়েছেন।
মন্তব্য করুন