বড়লেখায় শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ডেউটিন বিতরণ

March 22, 2025,

আব্দুর রব : বড়লেখার দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন কাঠালতলী জামায়াতের উদ্যোগে ও লন্ডন প্রবাসী আব্দুর রহমান সিদ্দিকির অর্থায়নে সাম্প্রতিক শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্থ অর্ধশত পরিবারের মাঝে ডেউটিন বিতরণ করা হয়েছে।

কাঠালতলী বাজারে শুক্রবার ২১ মার্চ বিকেলে এ উপলক্ষে ইউনিয়ন জামায়াতের সভাপতি লুৎফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা জামায়াতে ইসলামির আমীর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম।

জামায়াত নেতা মাওলানা আব্দুস সালামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা পেশাজীবী শাখার সভাপতি অধ্যাপক আব্দুল মোহাইমিন, সুজানগর আইডিয়ার মাদ্রাসার সুপার মুফতি জিয়াউল হক, উপজেলা যুবকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ শিমুল, ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশন ইউনিয়নের সভাপতি আব্দুল আহাদ রুহুল, ইউপি সদস্য ফজল মাহমুদ পলাশ, জামায়াত নেতা সাইদুল ইসলাম, কামারুজ্জামান মুক্তা, সাইফুল ইসলাম, জাবের আহমদ বাদশা প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com