বড়লেখায় হিন্দু পরিবারকে বসতবাড়ি থেকে উচ্ছেদ অপচেষ্টা, হামলা ভাংচুর ৭ ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা

September 5, 2024,

আব্দুর রব : বড়লেখা উপজেলার চন্ডিনগর গ্রামের একটি হিন্দু পরিবারকে তাদের ভোগদখলিয় বসতবাড়ি থেকে প্রভাবশালী প্রতিবেশি জোরপূর্বক উচ্ছেদের অপচেষ্টা চালাচ্ছে।

মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর বিকেলে দলবল নিয়ে জবরদখলের অপচেষ্টা চালায়। এসময় তারা বসতবাড়িতে ভাংচুর চালিয়েছে। বাধা দিতে গিয়ে ভোক্তভোগি পরিবারের ৩ জন আহত হয়েছেন। এব্যাপারে ভোক্তভোগি সুনীল পালের মেয়ে নিভা রাণী পাল বসতবাড়ি জবরদখল চেষ্টাকারি ৭ ব্যক্তির বিরুদ্ধে বুধবার বিকেলে থানায় মামলা করেছেন।

আসামিরা হলেন- চন্ডিনগর গ্রামের সুলতান উদ্দিন (৪০), হুসাইন আহমদ (১৯), কাউছার উদ্দিন (২২),

একরাম আহমদ (১৯), তাহের (২০), আব্দুস শুকুর (৫০) ও আব্দুল আজাদ (৩০)।

মামলার বিবরণ ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, বিবাদীরা সুনীল পালের বসতবাড়ির পশ্চিম অংশ থেকে কিছু ভূমি ক্রয় করে সুলতান উদ্দিন ভোগদখল করছেন। সত্তরোর্ধ সুনীল পাল গ্রামের মধ্যে একটি মাত্র হিন্দু পরিবার হওয়ায় প্রভাবশালী সুলতান ক্রয় করা ভূমি সংলগ্ন সুনীল পালের বসতবাড়ি জবরদখলের অপচেষ্টা চালিয়ে আসছে। গ্রামের লোকজন ও স্থানীয় জনপ্রতিনিধিদের প্রতিরোধের মূখে সুলতান উদ্দিন হিন্দু পরিবারটির বসতবাড়ি দখলে ব্যর্থ হয়। এ নিয়ে সুনীল পালের পরিবারের সাথে সুলতানের পরিবারের মনোমালিন্য চলছে। গত ৫ আগষ্ট হতে দেশের পরিবর্তিত পরিস্থিতির সুযোগ নিয়ে উক্ত বিবাদীরা  সুনীল পালকে বসতবাড়ি থেকে উচ্ছেদ করার পায়তারা ও হুমকি ধামকি প্রদান করছে। বিষয়টি স্থানীয় ইউপি সদস্য ও গন্যমান্য ব্যক্তিরা সমাধানের উদ্যোগ নেন। কিন্তু এরই মাঝে গত ৩ সেপ্টেম্বর মঙ্গলবার দেশিয় অস্ত্রসস্ত্র নিয়ে বিবাদিরা সুনীল পালের বসতবাড়ি দখলের উদ্দেশ্যে হামলা চালায়। বাধা দিতে গিয়ে পরিবারের ৩ সদস্য আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের প্রতিরোধ করেন।

থানার ওসি সঞ্জয় চক্রবর্তী জানান, হামলা-ভাংচুরের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। এব্যাপারে তদন্তপুর্বক ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com