বড়লেখার কুমারশাইল মাদ্রাসার উদ্যোগে ১৫০ হতদরিদ্রের মাঝে শীতবস্ত্র বিতরণ

January 14, 2025,

আব্দুর রব : বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের কুমারশাইল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার উদ্যোগে সোমবার সকালে কুমারশাইল, আলীমপুর, চাঁন্দপুর ও ভুগা গ্রামের হত-দরিদ্র ১৫০ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি, মাদ্রাসার অন্যতম প্রতিষ্টাতা ইছহাক আলীর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মাওলানা ইমদাদুল হকের সঞ্চাচালনায় মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণের সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উত্তর শাহবাজপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষানুরাগি মো. আকবর আলী।

বিশেষ অতিথির বক্তব্য দেন পরগনাহী দৌলতপুর সিনিয়র আলীম মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মো. ওয়াসিক উদ্দিন, গ্রামতলা জামেয়া ইসলামীয়া দখিল মাদ্রাসার সহ সুপার মাওলানা বদরুল ইসলাম, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও অত্র মাদ্রাসার অন্যতম প্রতিষ্টাতা কাজী রমিজ উদ্দিন, কালিকাবাড়ী চা বাগানের ম্যানেজার রফিক উদ্দিন, সেনপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিক রুমি রানী দে প্রমুখ।

সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষক আজহারুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য দেন মাওলানা সাদিকুর রহমান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com