বড়লেখার দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয় সাংবাদিক আব্দুর রব মানেজিং কমিটির সভাপতি

February 26, 2025,

স্টাফ রিপোর্টার : বড়লেখা উপজেলার অন্যতম স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় সভাপতি নির্বাচিত হয়েছেন সাংবাদিক আব্দুর রব।

তিনি দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি ও দৈনিক জালালাবাদের বিশেষ প্রতিনিধি এবং বড়লেখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এর দায়িত্ব পালন করছেন ।

রোববার ২৩ ফেব্রুয়ারি বিকেলে ম্যানেজিং কমিটির নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলামের সভাপতিত্বে ও সঞ্চালনায় প্রধান শিক্ষক আশুক আহমদ, বিনা-প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত অভিভাবক সদস্যবৃন্দ ও শিক্ষক প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত প্রথম সভায় তাকে আগামি দুই বছর মেয়াদের জন্য সভাপতি নির্বাচিত করা হয়েছে।

উল্লেখ্য, সিনিয়র সাংবাদিক উক্ত দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ে দীর্ঘ প্রায় এক যুগ সুনামের সাথে শিক্ষকতা করেন এবং পরবর্তীতে স্কুল ম্যানেজিং কমিটিতে শিক্ষানুরাগী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

 বিনা বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত অভিভাবক সদস্যবৃন্দ হলেন- অলিউর রহমান মালন, ফয়সল ইবনে মোমিত, আবুল হাসান তাপাদার, মুতিউর রহমান বেলুন, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য লিপি বেগম, দাতা সদস্য মো. ছয়রুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি শুভ্র কান্তি দাস, বিলাল আহমদ ও ফারজানা ফেরদৌস।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম জানান, বিনা প্রতিদ্বন্দ্বীতায় সিনিয়র সাংবাদিক আব্দুর রব-কে দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত করার সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com