বড়লেখার দশঘরি মসজিদে হাজী শামছুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যানের শিলিং ফ্যান প্রদান
![](https://i0.wp.com/www.patakuri.com/wp-content/uploads/2025/02/Barlekha-13.022.jpg?fit=800%2C445&ssl=1)
আব্দুর রব : বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নের দশঘরি জামে মসজিদে হাজী শামছুল হক শিক্ষা ও সেবা ফাউন্ডেশন ২০টি শিলিং ফ্যান প্রদান করেছে। বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি বিকেলে যমুনা গ্রুপের ইলেক্ট্রনিক্স পণ্য ২০ পিস শিলিং ফ্যান আনুষ্ঠানিকভাবে মসজিদ কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দের হাতে তোলে দিয়েছেন ফাউন্ডেশনের চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষানুরাগি ও আগর-আতর ব্যবসায়ি হাজী শামছুল হক।
এসময় উপস্থিত ছিলেন হাজী শামছুল হক শিক্ষা ও সেবা ফাউন্ডেশনের পরিচালক, মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক উপদেষ্ঠা ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী শরীফুল হক সাজু, উপজেলা বিএনপির আহ্বায়ক ও সুজানগর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান নছিব আলী, বড়লেখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও যুগান্তর প্রতিনিধি আব্দুর রব, হাজী শামছুল হক আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল আহমদ, দশঘরি জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সায়েস্থা মিয়া, সাধারণ সম্পাদক নেপুর মিয়া, ইউপি সদস্য শহীদ মিয়া, সহকারি শিক্ষক খালেদ আহমদ প্রমুখ।
মন্তব্য করুন