বড়লেখা গ্লোবাল ইয়ূথ ফোরামের কোরআন প্রশিক্ষণ কেন্দ্রে আর্থিক অনুদান

March 24, 2025,

আব্দুর রব : বড়লেখার প্রবাসীদের নিয়ে গঠিত সামাজিক সংগঠন বড়লেখা গ্লোবাল ইয়ূথ ফোরামের ব্যবস্থাপনায় দাররুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাষ্টের অন্তর্ভুক্ত ্রকরাত প্রশিক্ষণ কেন্দ্রে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

শনিবার ২২ মার্চ দুপুরের বড়লেখা উপজেলা তালামিয কার্যালয়ে ১৬ টি কোরআন প্রশিক্ষণ কেন্দ্রের প্রধান ক্বারী ও নাজিম সাহেবদের হাতে অনুদানের অর্থ হস্তান্তর করেন ফকিরবাজার দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুর রহমান।

এসময় উপজেলা কারী সোসাইটির সাধারণ সম্পাদক মাওলানা আমানুর রহমান, দ্বিতৃয় জনপল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রুবেল আহমদ,সমাজ সেবক হাফিজুর রহমান, গ্লোবাল ইয়ূথ ফোরাম এর কান্ট্রি প্রতিনিধি মো.মাসুম আহমদ, মাওলানা সাইফুর রহমান সিদ্দিক, হাফিজ মাওলানা সিদ্দিকুর রহমান, মো. মিছবাহ উদ্দিন প্রমুখ ছিলেন।

অনুদান প্রদানকালে ভার্চুয়ালী যুক্ত ছিলেন গ্লোবাল ইয়ূথ ফোরামের প্রধান উপদেষ্টা লন্ডন প্রবাসী হাফিজ মাওলানা মুসলিম উদ্দিন, স্প্রেন প্রবাসী মাওলানা আব্দুস শহিদ রাবু, সভাপতি আয়ারল্যান্ড  প্রবাসী হোসাইন আহমদ, সাধারণ সম্পাদক ফ্রান্স প্রবাসী কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ফ্রান্স প্রবাসী মাওলান ময়নুল ইসলাম, অর্থ সম্পাদক লন্ডন প্রবাসী কামরুল ইসলাম বাবু ও উপজেলা লতিফিয়া কারী সোসাইটির সভাপতি মাওলানা ছালেহ আহমদ কবির।

প্রধান উপদেষ্টা মাহাফিজ মাওলানা মুসলিম উদ্দিন জানান, বড়লেখা গ্লোবাল ইয়ূথ ফোরাম একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন। এর লক্ষ্য ও উদেশ্য হচ্ছে উপজেলার মসজিদ, মাদরাসা, এতিমখানায় আর্থিক অনুদান প্রদান,  হতদরিদ্রদের সহায়তা, অসহায় রোগীদের চিকিৎসায় আর্থিক সহায়তাকরা, কন্যা দায়গ্রস্থ বাবা-মাকে সহায়তা প্রদানসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করা। তিনি সংগঠনের মানবিক কার্যক্রমে সকলের সহযোগিতা কামনা করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com