বড়লেখা দক্ষিণভাগ থেকে ৫টি মামলার পরোয়ানাসহ ১৬ মামলার আসামি গ্রেপ্তার

June 30, 2024,

জুড়ী প্রতিনিধি॥ জুড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে ৪ বছরের সশ্রম কারাদন্ডপ্রাপ্ত এবং আরও ৫টি মামলার পরোয়ানাভুক্ত ১৬ মামলার পলাতক এক আসামি গ্রেপ্তার হয়েছে।

শনিবার ২৯ জুন রাতে জুড়ী থানার এসআই রফিকুল ইসলাম এর নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে বড়লেখা উপজেলার দক্ষিণভাগ এলাকা থেকে ৪ বছরের সশ্রম কারাদন্ডপ্রাপ্ত ও ৫ মামলার পরোয়ানাভুক্তসহ ১৬টি মামলার পলাতক আসামি আলাউদ্দিন ওরফে সবুর মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত সবুর মিয়া  জুড়ী উপজেলার পূর্ব জুড়ী ইউনিয়নের জামকান্দি গ্রামের ফজলু মিয়ার ছেলে।

পুলিশ জানায়, সবুরের বিরুদ্ধে সিআর ১৪৬/২১ (নারী-শিশু) মামলায় যৌতুক আইনের ৩ ধারার অপরাধ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত তাকে ৪ বছরের সশ্রম কারাদন্ড এবং ৫০ হাজার টাকা অর্থদন্ড, অনাদায়ে আরো ২ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেন।

জুড়ী থানার অফিসার ইনচার্জ এস এম মাইনউদ্দিন জানান, গ্রেপ্তারকৃত সবুরের বিরুদ্ধে থানায় ১ টি ডাকাতি, ২ টি চুরি এবং মাদকসহ ৫ মামলায় প্রেপ্তারী পরোয়ানা মূলতবি ছিল। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, ডাকাতিসহ ১৬ টি মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে আজ রোববার সকালে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে করাগারে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com