বড়লেখা সীমান্তে পান চাষিকে গ লা কে টে হ*ত্যা : র‌্যাবের হাতে প্রধান আ সা মি গ্রে’ফ’তা’র

January 16, 2025,

আব্দুর রব: বড়লেখা উপজেলার সীমান্তবর্তী বোবারথল এলাকায় পান চাষি যুবক শাজাহান আহমদ (৩২) হ*ত্যা মা’ম’লা’র প্রধান আ সা মি চিহ্নিত চো’রা’কা’র’বা’রি আব্দুল বাছিতকে (৩৫) অবশেষে গ্রে’ফ’তা’র করেছে র‌্যাব-৯’র একটি আভিযানিক দল।

মঙ্গলবার ১৪ জানুয়ারি রাতে গোপন সংবাদের ভিত্তিতে বোবারথল বাজারে অ’ভি’যা’ন চালিয়ে র‌্যাব-৯ তাকে গ্রে’ফ’তা’র করে থানায় সোপর্দ করে। বুধবার দুপুরে আদালতের মাধ্যমে থানা পুলিশ তাকে কা’রা’গা’রে পাঠিয়েছে। আব্দুল বাছিত বোবারথল ইসলাম নগর গ্রামের মৃ-ত আব্দুর রহমানের ছেলে।

জানা গেছে, উপজেলার সীমান্তবর্তী বোবারথল ষাটঘরি গ্রামের মৃ-ত ইছমাইল আলীর ছেলে পান চাষি যুবক শাজাহান আহমদ গত ৮ আগষ্ট নির্মমভাবে খু*ন হন। পানপুঞ্জির টিলার একটি নির্জন স্থান থেকে এলাকাবাসি শাজাহানের গ লা কা টা ক্ষ ত বি ক্ষ ত লা-শ উ’দ্ধা’র করেন।

দেশের পরিবর্তিত পরিস্থিতির কারেণ থানায় কোনো পুলিশ না থাকায় ম-য়-না-ত-দ-ন্ত ছাড়াই তখন শাজাহানের লা-শ দাফন করেন স্বজনরা।

এ ঘটনায় নি-হ-তে-র ভাই ইব্রাহিম আলীর হ*ত্যা মা’ম’লা’র পরিপ্রেক্ষিতে ২৮ আগষ্ট থানা পুলিশ ধৃত আ সা মি আব্দুল বাছিতসহ ৯ জনের বি’রু’দ্ধে আদালতে এফআইআর দাখিল করে।

অপরদিকে নি-হ-ত শাজাহান আহমদের লা-শ দাফনের সাড়ে ৩ মাস পর গত ১ ডিসেম্বর ম-য়-না-ত-দ-ন্তে-র জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতে কবর থেকে তার লা-শ উত্তোলন করা হয়।

থানার ওসি মো. আব্দুল কাইয়ুম জানান, শাজাহান হ*ত্যা মা’ম’লা’র এজাহার নামীয় প্রধান আ সা মি গ্রে’ফ’তা’র আব্দুল বাছিতকে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কা’রা’গা’রে পাঠানো হয়েছে। ঘটনার র’হ’স্য উদ্ঘাটনের জন্য তাকে রি’মা’ন্ডে নিতে আদালতে আবেদন করা হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com