বন্যপ্রাণী গবেষণার নামে বন আইন বিরোধী কর্মকান্ডে আগামীকাল লাউয়াছড়া’য় ‘সংক্ষুব্ধ নাগরিকবন্ধন’

July 11, 2019,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ বন্যপ্রাণী গবেষণার নামে আন্তর্জাতিক চোরাচালান প্রতিহত করার দাবিতে আগামীকাল লাউয়াছড়া জাতীয় উদ্যানের প্রবেশ মুখে ‘সংক্ষুব্ধ নাগরিকবব্ধন’ কর্মসুচি পালন করবে সংক্ষুব্ধ নাগরিক আন্দোলন নামের একটি সংগঠন ।

১২ জুলাই শুক্রবার মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলাস্থ লাউয়াছড়া জাতীয় উদ্যানের প্রবেশপথে বেলা ১১ ঘটিকায় এই কর্মসুচি পালন করা হবে । সংবাদপত্রে প্রেরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাম্প্রতিক সময়ে সিলেট বিভাগের বিভিন্ন বনাঞ্চল থেকে বিপন্ন প্রজাতির বন্যপ্রাণী পাচার করছে সংঘবদ্ধ একটি পাচারকারী দল । যাদেরকে চিহ্নিত করা কঠিন । এই অবস্থায় লাউয়াছড়া জাতীয় উদ্যানের জীব-বৈচিত্র্যকে বিপন্ন করে গবেষণার নামে যথাযথ অনুমোদন ছাড়া দেশী-বিদেশী অনুপ্রবেশকারীদের তথ্য গণমাধ্যমে প্রকাশিত হয়েছে । এদের মধ্যে বন্যপ্রাণী নিয়ে ইতিপুর্বে আটক হওয়া জনৈক প্রশ্নবিদ্ধ ব্যাক্তির সংশ্লিষ্টতা উদ্বেগের । যা সিলেট বিভাগের প্রকৃতি ও পরিবেশপ্রেমী নাগরিকদের সংক্ষুব্ধ করেছে । এ অবস্থায় লাউয়াছড়া জাতীয় উদ্যানের জীব-বৈচিত্র্যকে বিপন্ন করে বন আইনে অভিযুক্ত দেশী-বিদেশী অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে রাস্ট্র বিরোধী মামলা হওয়া উচিৎ ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com