বন্যায় ক্ষতিগ্রস্থ ২শ মানুষ পেয়েছে ৫ লাখ টাকার খাদ্য সামগ্রী

October 9, 2022,

স্টাফ রিপোর্টার॥ রাজনগর উপজেলার কুশিয়ারা নদী পাড়ে গেল বন্যায় ক্ষতিগ্রস্থ অসহায় নারী-পুরুষের পাশে এগিয়ে এলো “ওয়াল্ড এসেম্লি অফ মুসলীম ওয়েথ” (ওয়ামি)।
৯ অক্টোবর রোববার উপজেলার উত্তরভাগ ইউনিয়নের কুশিয়ারা পাড়ের কান্দিগাঁও উচ্চ বিদ্যালয়ে উত্তরভাগ ও ফতেপুর ইউনিয়নের ২শ নারী-পুরুষকে খাদ্য সহায়তা দেয়া হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ২৫ কেজি চাল, ২লিটার তেল, ২ কেজি পিয়াজ, ২ কেজি ডাল, ১ কেজি রসুন, ১ কেজি লবন, ২ কেজি আলু ও ৪টি সাবান ছিল। জন প্রতি প্যাকেটের মূল্য ২ হাজার ৫শ ৮৫ টাকার। সব মিলিয়ে ২শ মানুষকে দেয়া হয়েছে ৫ লাখ ১৭ হাজার টাকার নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী। এতো টাকা মূল্যের খাদ্য সহায়তা পেয়ে আগত হতদরিদ্রদের যেন আনন্দে শেষ নেই। খাদ্য সামগ্রী পেয়ে সুনামপুর গ্রাম থেকে আগত হতদরিদ্র নেছার মিয়া ও নাছিমা বেগম অঠ্র হেসে জানান, তারা এসব সহায়তা পেয়ে ভীষন খুশি। এতো সব সহায়তা তারা দুজনে টেনে নিতে পারছেন না। তারা আরো জানান, বাড়িতে গিয়ে বাচ্চাদের সাথে কম হলেও তারা এক মাস খেতে পারবেন। এসব খাদ্য সামগ্রী পূর্ববর্তী আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, রাজনগর ইসলামীক সোসাইটির চেয়াম্যান মোঃ আব্দুল মান্নান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ওয়ামি’র মৌলভীবাজার প্রতিনিধি প্রকৌশলী এম শাহেদ আলী, শাহ্মোস্তফা একাডেমি’র প্রিন্সিপাল মোঃ ইয়ামীর আলী। উপস্থিত ছিলেন রাজনগর আইডিয়েল হাইস্কুলের সিনিয়র শিক্ষক আবুর রাইয়ান শাহীন, বিশিষ্ট চিকিৎসক ডাঃ ফখরুল ইসলাম, যায়যায়দিনের স্টাফ রিপোর্টার সাংবাদিক মোঃ আব্দুল ওয়াদুদ, ওয়ান ওয়াল্ড এক্সপার্টস’র সিইও মোতাহির আলম প্রমূখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com