বরুণার ছালানা ইজলাস শুরু
এহসান বিন মুজাহির॥ মৌলভীবাজারের ঐতিহ্যবাহী বহুমুখী শিক্ষা প্রতিষ্ঠান, জামেয়া লুৎফিয়া আনোয়ারুল উলুম হামিদনগর, বরুণা টাইটেল মাদরাসার ছালানা ইজলাসের কার্যক্রম (বার্ষিক ইসলামি মহাসম্মেলন) শুক্রবার ১৭ ফেব্রুয়ারি সকাল ১০টায়, আমীরে আঞ্জুমানে হেফাজতে ইসলাম, মাদরাসার প্রিন্সিপাল শায়খুল হাদিস আল্লামা শায়খ খলীলুর রহমান হামিদীর উদ্বোধনী বয়ানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
উদ্বোধনী বয়ানে পীরসাহেব বরণা পৃথিবীতে মানুষ হলো সৃষ্টির সেরা। তাই মানুষের কাজ হলো আল্লাহর ইবাদাত করা। আল্লাহর হক আদায়ের পাশাপাশী বান্দার হক ও আদায় করতে হবে। তিনি বলেন, আল্লাহকে চিনতে হলে ইলমে দ্বীন অর্জন করতে হবে। তিনি পরস্পরের মধ্যে মারামারি কাটাকাটি পরিহার করে মহানবীর আদশ গ্রহণের জন্য আহবান জানান।
ছালানা ইজলাস উপলক্ষে দেশের বিভিন্ন স্থান থেকে আগত লাখো ভক্ত-মুরিদ আর জনসাধারণের সরব উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠেছে বরুণা মাদরাসা ময়দান। গতকাল রাত থেকেই মুসল্লিদের ঢল নামে বরুণায়। এ সম্মেলনকে কেন্দ্র করে শ্রীমঙ্গলের হাইল হাওর প্রান্তরে উৎসব ও আল্লাহ আল্লাহ ধ্বনিতে মুখরিত হওয়া গোটা এলাকায় আলাদা আমেজ বিরাজ করছে।
সম্মেলনে দেশ-বিদেশের অর্ধশতাধিক প্রখ্যাত আলেম, শিক্ষাবিদ ইসলামি চিন্তাবিদ, ইসলামি স্কলার ও বুজুর্গানে দ্বীন বয়ান পেশ করবেন। আগামীকাল শনিবার বাদ ফজর মুনাজাতের মাধ্যমে ছালানা ইজলাসের সমাপ্তি হবে।
মন্তব্য করুন