মৌলভীবাজাজারে বন্যার্ত মানুষের পাশে বর্ডার গার্ড (বিজিবি)

August 31, 2024,

শ্রীমঙ্গল প্রতিনিধি : মৌলভীবাজাজারে বন্যায় ক্ষতিগ্রস্ত বানভাসী মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বিজিবি। এরই অংশ হিসাবে জেলার শ্রীমঙ্গল উপজেলার বরুনার হাওড় অঞ্চলের বানভাসী মানুষের মাঝে শুকনো খাবার ও বিভিন্ন উপকরণ বিতরণ করছেন তারা। বন্যার শুরু থেকেই জেলা জুড়ে এই ত্রান তৎপরতা চালিয়ে যাচ্ছে বিজিবি।

শুক্রবার, ৩০ আগস্ট এই খাদ্য বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজিবি শ্রীমঙ্গল সেক্টর সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্ণেল ইয়াসীন চৌধুরী, বিজিবি’র ৪৬ ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ মিজানুর রহমান সিকদার, বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ জামাল হোসেন প্রমুখ। ৪৬ ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ মিজানুর রহমান সিকদার বলেন, বর্ডার গার্ড বিজিবি সব সময়ই সমাজের দরিদ্র এবং বিপন্ন মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। আমরা বানভাসী মানুষদের উদ্ধার করার কাজ করছি, পাশাপাশি যারা আটকা পড়ছেন তাদেরকে শুকনো খাবার দিচ্ছি । এর আগে কয়েক হাজার বানবাসী মানুষের মাঝে শুকনো খাবার তুলে দেন তারা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com