বর্ণাঢ্য আয়োজনে জাসাসের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

December 28, 2024,

স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারে আনন্দ র‌্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ণাঢ্য আয়োজনে ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)।

শুক্রবার ২৭ ডিসেম্বর বিকালে জেলা শহরের শাহ্ মোস্তফা (রহ.) সড়কস্থ জাসাস জেলা কার্যালয়ের সামন থেকে একটি আনন্দ র‌্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে এসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় মৌলভীবাজার জেলা জাসাস’র আহবায়ক মো: শামসুল ইসলাম রাসেল’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাসাস জাতীয় নির্বাহী কমিটির সদস্য সৈয়দ আশরাফুল মজিদ খোকন।

জাসাস জেলা সদস্য সচিব জসিম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি সৈয়দ মমসাদ আহমদ, জাসাস’র সাবেক জেলা সভাপতি ও থানা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মারুফ আহমদ, জাসাস’ুর সাবেক জেলা সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির যুগ্ম- সাধারণ সম্পাদক সরওয়ার মজুমদার ইমন, সাবেক যুবদল নেতা মো. শাহজাহান মিয়া, জেলা জাসাস এর যুগ্ম-আহবায়ক জাকির হোসেন, মাকসুদ আশরাফ রুহেল, জাহাঙ্গীর হোসেন, সাবেক জাসাস নেতা জারাজিস খাঁন প্রমুখ।

এ সময় জেলার ৭টি উপজেলা জাসাস নেতৃবৃন্দ সহ বিএনপি, শ্রমিকদল, স্বেচ্ছাসেবক দলের অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সন্ধ্যায় জাসাস শিল্পিরা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। শহরের নানা শ্রেণীপেশার মানুষ অনুষ্ঠান আনন্দচিত্তে উপভোগ করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com