বর্তমান সরকারের আমলে বিদ্যুৎ খাতে অকল্পনীয় সাফল্য এসেছে ———-হুইপ শাহাব উদ্দিন এমপি

January 16, 2017,

বড়লেখা প্রতিনিধি॥ জাতীয় সংসদের হুইপ শাহাব উদ্দিন এমপি বলেছেন, আওয়ামী লীগ সরকারের আমলে বিদ্যুৎ খাতে অকল্পনীয় সাফল্য এসেছে। ২০০৯ সালের পূর্বে বিদ্যুৎ সংকটে দেশের অর্থনীতি ছিল পর্যুদস্ত, শিল্প, বাণিজ্যে স্থবিরতা এবং জনজীবনে লোডশেডিংয়ের অসহনীয় যন্ত্রনা। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হসিনার দূরদর্শী, সাহসী ও সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নে বিদ্যুৎ খাতে অভূতপূর্ব সাফল্য অর্জিত হয়েছে।
হুইপ শনি ও রোববার রাতে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউপির রুকনপুর, মাধবগুল, বিওসি কেছরিগুল এবং দাসেরবাজার ইউপির মালিশ্রী গ্রামে বিদ্যুৎ সংযোগের পৃথক উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ৪টি গ্রামের ২০২ পরিবারের ঘরে বিদ্যুৎ সংযোগে সরকারের ব্যয় হয়েছে প্রায় ৭৫ লাখ টাকা।
হুইপ আরো বলেন, ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে একটি উন্নত দেশে পরিণত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
উপজেলার বিওসি কেছরিগুল গ্রামের বিদ্যুৎ সংযোগ প্রদান উপলক্ষে স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মোক্তাদির সদাগরের সভাপতিত্বে ও ক্রীড়া সংগঠক আমজাদ হোসেন পলাশ এবং উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণা সম্পাদক মেহেদী হাসান কবিরের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, থানার ওসি মুহাম্মদ সহিদুর রহমান, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট গোপাল দত্ত, পল্লী বিদ্যুতের ডিজিএম নীল মাধব বণিক, এলাকা পরিচালক রঞ্জিত কুমার দাস, পৌরসভার প্যানেল মেয়র তাজউদ্দিন, ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিন, শিক্ষক এমরান হোসেন নামুন প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com