বাঁচতে চান রাজা মিয়া’ হৃদয়ে রাজনগর সংস্থার অনুদান প্রদান

October 9, 2017,

রাজনগর প্রতিনিধি॥ রাজনগরের ফতেহপুর ইউনিয়নের সাদাপুর গ্রামের রাজা মিয়া (৫০) জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। লিভার সিরোসিসে আক্রান্ত। পেটে পানি জমে ফুলে যায়। প্রতি সপ্তাহে পেট থেকে পানি বের করতে হয়। পানি বের করতে বেশ টাকা প্রয়োজন। দিনমজুর রাজা মিয়ার অল্প কিছু জমি ছিল। সেই জমি বিক্রি করে এতোদিন চিকিৎসা করিয়েছেন। এখর ঘর ছাড়া আর তার কিছু নেই। সেই রাজা মিয়াকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন অনলাইন পত্রিকায় ‘ বাঁচতে চান রাজা মিয়া’ শিরোনামে লেখালেখি হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ খবর দেখে সামাজিক যোগাযোগ মাধ্যম নির্ভর ‘হৃদয়ে রাজনগর সামাজিক সংস্থা’ এগিয়ে আসে। এ সংস্থার সদস্যরা ‘হোয়াটসঅ্যাপে’ নিজেদের গ্রুপে এনিয়ে বিস্তর আলোচনা ও যোগাযোগের মাধ্যমে অনুদান সংগ্রহ করতে থাকেন। এ গ্রুপে থাকা সদস্যরা ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে রয়েছেন।
১০ দিনে এ গ্রুপ ২ লাখ ১০ হাজার টাকা সংগ্রহ করে। গত কয়েকদিনে ‘হৃদয়ে রাজনগর’ সংস্থার লোকজন রাজা মিয়াকে সিলেট ও ঢাকায় চিকিৎসকের কাছে নিয়ে যান।
পরে ৮ অক্টোবর রবিবার সন্ধ্যায় রাজা মিয়ার বাড়িতে গিয়ে হৃদয়ে রাজনগর সামাজিক সংস্থার প্রতিনিধি ও সদস্যরা রাজা মিয়ার হাতে ২ লাখ ১০ হাজার টাকা তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন সংস্থার পরিচালক আহমদউর রহমান ইমরান, ইউনিয়ন প্রতিনিধি আক্তার হোসেন, ছালিক আহমদ, শহিদুল ইসলাম, বেলাল আহমদ চৌধুরী, শামছুল ইসলাম, সদস্য আব্দুস সালাম, সাইফুল ইসলাম, আব্দুল ওয়াহিদ, রিয়াজুল ইসলাম, ওলিউর রহমান, জোবায়ের আহমদ প্রমুখ।
হৃদয়ে রাজনগর সামাজিক সংস্থার এডমিন, জুনেদ আহমদ শিপু বলেন, আমাদের এ সংস্থা দুস্থ, অসহায়, দরিদ্র শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে আসছে। আমরা ভবিষ্যতেও মানুষের পাশে থাকতে চাই।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com