বাঁধ ভেঙে মৌলভীবাজার শহর প্লাবিত হওয়ার শঙ্কা, রাত জেগে পাহাড়া
স্টাফ রিপোর্টার॥ কয়েকদিনের অবিরাম বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পাহাড়ী ঢলে মনু নদীর মৌলভীবাজার শহর প্রতিরক্ষা বাঁধ ঝুকিতে রয়েছে। অস্বাভাবিক ভাবে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় শহরজুরে আতঙ্ক বিরাজ করছে। শহরের কাছে চাঁদনীঘাটে রাত সাড়ে ৩টায় মনু নদীর পানি বিপদসীমার ১২১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
শহরের অন্তত ১০টি স্থানে বাঁধ চুঁইয়ে পানি বের হচ্ছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে আরসিসি ফ্লাড ওয়াল উপচিয়ে যে কোন সময় নদীর পানি শহরে প্রবেশের শংঙ্কা রয়েছে। বাঁধ রক্ষায় রাত জেগে বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা ঝুকিপূর্ণ স্থানে বালুর বস্তা দিচ্ছেন। আবার অনেক এলাকায় পাহাড়া বসিয়েছেন যাতে দূবৃত্তরা বাঁধ কাটতে না পাড়ে। ২২ আগষ্ট মধ্য রাতে জেলা প্রশাসক সহ পানি উন্নয়ন বোর্ডের উর্ধতন কর্মকর্তারা ঝুকিপূর্ণ স্থানগুলো পরিদর্শন করেন। জেলা প্রশাসনের পক্ষে মাইকে প্রচারণা চালানো হয় শহরে বাসা-বাড়ীতে রাতে নীচ তলায় যাতে কেই না থাকেন। পাশাপাশি মালামাল নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার জন্য বলা হয়।
এছাড়াও ধলাই, জুড়ী ও কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপদিয়ে প্রবাহিত হচ্ছে।
মন্তব্য করুন