বাংলাদেশের গরীব, স্বল্প আয়ের মানুষের জন্য বিনামূল্যে ও স্বল্প খরছে স্বাস্থ্যসেবা প্রদানে মতবিনিময়

March 10, 2020,

খায়রুল আলম লিংকন॥ বাংলাদেশের দরিদ্র, অসহায় তথা সমাজের সুবিধাবঞ্চিত মানুষকে বিনামূল্যে চিকিৎসা প্রদানেরপাশাপাশি স্বল্প খরছে এলাকার সর্বস্তরের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে বেসরকারিভাবে বিশ্বনাথ এ একটিহাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নিয়ে যুক্তরাজ্যের বৃষ্টল শহরে দি ওয়ান পাউন্ড হাসপাতাল ফাউন্ডেশন এর মতবিনিময় সভাঅনুষ্টিত হয়েছে।

কমিউনিটি ব্যক্তিত্ব হাবিবুর রহমান এর সভাপতিত্বে, বৃষ্টল বাংলা প্রেসক্লাবের সভাপতি কামরুল ইসলাম ও আসিকুর রহমানএর যৌথ পরিচালনায় স্থানীয় বাংলাদেশ সেন্টার মিলনায়তনে অনুষ্টিত মতবিনিময় অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত চ্যারিটি সংস্থার উপদেষ্টা ও রামসুন্দর মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক এম আবুল হাশিম, বিশেষ অতিথি হিসেবে ওয়ান পাউন্ড হসপিটালের স্বপ্নদ্রষ্টা,চ্যারিটিরসিই ও ডা. মো. শানুর আলী মামুন, সেক্রেটারি জেনারেল ও ডাইরেক্টর অব ফাইনান্স কাউন্সিলর আয়াস মিয়া, ওয়ান পাউন্ডহাসপাতাল ফাউন্ডেশন এর যুক্তরাজ্য কো-অর্ডিনেটর,মিডিয়া ও প্রোডাকশন ডাইরেক্টর কাউন্সিলর শাহ সুহেল আমিন, ফাউন্ডারমেম্বার আছাব আলী উপস্থিত ছিলেন।

পবিত্র কোরআন এ পাক থেকে তেলাওয়াত এর মাধ্যমে সভার শুরুতে ওয়ান পাউন্ড হসপিটালের সভাপতি ডা. মো. শানুর আলীমামুন তার সুচনা বক্তব্যে ওয়ান পাউন্ড হাসপাতাল ফাউন্ডেশন এর উদ্দেশ্য ও লক্ষ্য তুলে ধরে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনেরমাধ্যমে হাসপাতাল প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা ও কার্যাবলীর তুলে ধরে বলেন গত কয়েক বছর ধরে এলাকার মানুষের স্বাস্থ্যসেবানিশ্চিত করতে ওয়ান পাউন্ড হসপিটাল প্রতিষ্ঠার স্বপ্ন দেখার পাশাপাশি এর বাস্তব রূপায়নের জন্য বিভিন্ন সংস্থা এবংবিজ্ঞজনদের পরামর্শ ও সহযোগিতা জন্য তাঁর ছোটাছুটির সংক্ষিপ্ত কাহিনী।ওয়ান পাউন্ড হসপিটাল একটা বৃটিশ চ্যারিটিকমিশন কর্তৃক রেজিস্টার্ড চ্যারিটি সংস্হা, যা সিলেটের গরীব রোগীদের চিকিৎসা সহায়তায় সকলের সাহায্য ও সহযোগীতা নিয়েসিলেটের  বিশ্বনাথে ‘ওয়ান পাউন্ড জেনারেল হসপিটাল” প্রতিষ্ঠা করত কাজ করে যাচ্ছে ।

কয়েকজন ব্রিটিশ এবং ব্রিটিশ বাংলাদেশি মিলে ২০১৫ সালে তা গঠন করা হয়। এর মূল উদ্দেশ্য হলো বাংলাদেশের গরীবরোগীদের কম মূল্যে বা বিনা মূল্যে চিকিৎসা সেবা প্রদান করা। আর এ জন্য ৫০ বেডের বৃটিশ স্ট্যান্ডার্ড একটা জেনারেলহাসপাতাল সিলেটের নিকটবর্তী উপজেলা বিশ্বনাথে প্রতিষ্ঠা করা। ইতিমধ্যে মার্চ ২০১৭ থেকে বিশ্বনাথে ফ্রি ফ্রাইডে ক্লিনিকের মাধ্যমে চিকিৎসাসেবা প্রদান করা শুরু করলেও এ সেবাকে সপ্তাহেরপ্রতিদিন এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নে হাসপাতাল প্রতিষ্ঠায় সমাজের বিত্তশালিদের এগিয়ে আসার জন্য উপস্হিতসকলকে আহ্বান জানান। সংস্থার সেক্রেটারি ও ডাইরেক্টর অব ফাইনান্স কাউন্সিলর আয়াস  মিয়া সংস্হার বর্তমান ও ভবিষ্যত পরিকল্পনার কথা তুলে  ধরেন।তিনি বলেন এই প্রস্তাবিত হাসপাতাল পুরো বিশ্বনাথবাসীর

স্বপ্ন এবং এ স্বপ্ন পুরনের প্রথম ধাপ বিশ্বনাথ সদর ইউনিয়নে অত্যন্তসুন্দর লকেশনে প্রায় ১৪৫ ডেসিমেল জমি পাওয়া গেছে যা বিশ্বনাথের আশেপাশের উপজেলার রোগীদের জন্যও একসুবিধাজনক স্হান।

প্রথম ধাপে ব্যায় দেখানো হয়েছে প্রায় ৫ কোটি টাকা, দ্বিতীয়  ধাপে ১০ কোটি টাকার প্রজেক্ট গ্রহন করা হবে।

সংস্থায় ডাক্তার, কাউন্সিলর, একাউন্ট্যান্ট, শিক্ষাবিদ, ইমাম, আইনজীবি ও ব্যবসায়ীসহ ১০ জনের একটি ট্রাস্টিবোর্ড কাজ করারপাশাপাশি যুক্তরাজ্যে বিভিন্ন শহরে কো-অর্ডিনেটর টিম ম নিরলসভাবে কাজ করে যাচ্ছে। একই সাথে আমেরিকা, ফ্রান্স, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ায় কাজ চলছে। তিনি বলেন, এটি একটি বিশাল প্রজেক্ট। দুজন ভুমিদাতা প্রায় সত্তর শতক জাগাদান করেছেন এবং বাকী ভুমি ক্রয় ও উন্নয়নের জন্য আনুমানিক একশত হাজার পাউন্ডের প্রয়োজন। ভুমি ক্রয়ে ও ভবনেরপ্রাথমিক কাজ শুরু করার জন্য জ্বরুরী ভিত্তিতে পাঁচশত হাজার পাউন্ডের প্রয়োজন।

যা হাসপাতালের দ্বিতীয় ধাপের কার্যক্রমশুরু করতে সহায়তা করবে যার মাধ্যমে প্রতিদিন রোগীদের বহি:বিভাগের চিকিৎসা ব্যবস্হা প্রদান শুরু করা যেতে পারে। মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ হাউজের সভাপতি ফকরুল আলী, কমিউনিটি

নেতা মখলিছমিয়া। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বৃষ্টল বাংলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক খায়রুল আলম লিংকন, জি এস সিসাউথ ওয়েষ্ট রিজিয়নের ট্রেজারার সৈয়দ আখলাকুল আম্বিয়া রাবেল, বাংলাদেশ হাউজ সহ সভাপতি চমক আলী, সেক্রেটারামতচ্ছির আহমদ, সদস্য আব্দুল হামিদ, আইনুল ইসলাম, সেলিম খান, মোবারক আলী, আব্দুল  খালিক, আবুল মিয়া, তাজইসলাম, রাজু মিয়া, শাহেদ হাবিব, আরিফ উদ্দীন ইসলাম, সমর আলী, মোঃ ওয়াহিদ, জয়নুল হক, তাজুল মিয়া, লুবেলমিয়া, জামাল মিয়া, কবির আলী সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

 প্রধান অথিতির বক্তব্যে আবুল হাশেম বিএসসি বলেন, বিশ্বনাথে প্রবাসীদের উদ্যোগে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসাপ্রতিষ্ঠিত হলেও বেসরকারী উদ্যোগে গরীব রোগীদের সাহায্যার্থে একটা পুর্নাঙ্গ হাসপাতাল নাই, যা অতীব জ্বরুরী। তিনি বিশেষকরে আমার ছাত্রছাত্রীসহ বিশ্বনাথ তথা সমগ্র বাংলাদেশের বিত্তবানদের এ স্বপ্ন বাস্তবায়নে জ্বরুরী ভিত্তিতে এগিয়ে আসারআবেদন জানান।

হাসপাতাল ফাউন্ডেশন এর মিডিয়া ও প্রোডাকশন ডাইরেক্টর, কবি, কাউন্সিলর শাহ সুহেল আমিন বলেন এ হাসপাতাল থেকেশুধু বিশ্বনাথ নয় সিলেটসহ পুরো বাংলাদেশের গরীব রোগীরা সুবিধা ভোগ করতে পারবে। এটি বাস্তবায়ণ হলে পুরো সিলেটেরএক কোটি মানুষ উপকৃত হবেন আর দরিদ্র রোগীরা বিনামূল্যে চিকিৎসা সেবা পাবেন।

যুক্তরাজ্যে বিশ্বনাথসহ সিলেটের অনেক দানশীল মানুষজন আছেন যারা এগিয়ে আসলে এটা বাস্তবায়ন মোটেই অসম্ভব নয়।আমাদের সকলকেই দলমত নির্বিশেষে এর বাস্তবায়নে এগিয়ে আসা খুবই দরকার। তাছাড়া মাত্র এক পাউন্ড মানথলি ডাইরেক্টডেবিট করে যে কেউ এই হসপিটালে শরীক হতে পারেন। মাসে এক পাউন্ড প্রদান ইচ্ছা করলে তা সকলের পক্ষেই প্রদান সম্ভব।

বক্তাগণ তাদের বক্তব্যে বলেন বিশ্বনাথে গরীবদের সাহায্যার্থে বেসরকারী উদ্যোগে একটা হাসপাতাল যা পন্চাশ বছর আগেইহওয়া উচিত ছিলো! দেরিতে হলেও এ রকম একটা উদ্যোগ আমাদের কাছে এসেছে।

বৃটিশ চ্যারিটি ওয়ান পাউন্ড হসপিটালের এ যেনো এক চমৎকার আইডিয়া এবং কনসেপ্ট।সবাই স্বাস্থ্যসেবার মতো একটি জরুরীও মৌলিক চাহিদা পুরণে হাসপাতাল প্রতিষ্ঠার মহতি উদ্যোগের প্রশংসা করে তা বাস্তবায়নে বৃটেনে বসবাসকারী বিশ্বনাথবাসীসহসর্বস্তরের মানুষকে সার্বিক সহযোগিতার হাত বাড়িয়ে এগিয়ে আসার অনুরোধ জানান। সভায় উপস্থিতির মধ্য থেকে ২ জন পেট্রন ( হাবিবুর রহমান ও ফকরুল আলী) ও ১৬ জন  ফাউন্ডার মেম্বার।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com