বাংলাদেশে প্রবেশের সময় বিএসএফএর গুলিতে রোহিঙ্গা নারী ও কোলের শিশু সহ ২ জন গুলিবিদ্ধ

November 10, 2024,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার সীমান্ত দিয়ে ভারত থেকে ৭ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের সময় বিএসএফএর গুলিতে নারী ও শিশু সহ ২ জন গুলিবিদ্ধ হয়েছে। ঘটনাটি ঘটে শনিবার রাত অনুমান ১ ঘটিকার সময়।

পুলিশ ও এলাকাবাসী জানান, ভারত থেকে অবৈধ পথে নাজিম উদ্দিন ও তার স্ত্রী দিলারা বেগম, তাদের ৫ শিশু সন্তান নিয়ে বাংলাদেশে প্রবেশের সময় বিএসএফ গুলি করে। এসময় দিলারা বেগম ও তার কোলে থাকা শিশু সন্তান সোহানা গুলিবিদ্ধ হয়। স্থানীয়রা উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর জেনারেল হাসপাতালে পাঠান। পরে ১০ নভেম্বর বিকেলে তাদের উন্নত চিকিৎসার জন্য সিলেট এম,এ,জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

রোহিঙ্গা নাজিম উদ্দিন জানান, বিএসএফ এর এক সৈনিক এক রাউন্ড গুলি করে। ওই গুলি তার স্ত্রী ও সন্তানের গায়ে লাগে। পরে আরও গুলি করতে চাইলে বিএসএফ এর অস্ত্র থেকে গুলি আটকে যায়। পরে তারা দ্রুত বাংলাদেশের ভেতর ঢুকে পরেন। প্রায় ২ বছর পূর্বে তার শাশুরিকে দেখার জন্য যান ভারতে। দালাল মাধ্যমে ফেরার পথে সীমান্তে গুলিবৃদ্ধ হন তার স্ত্রী ও এক সন্তান।

বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্ণেল মেহেদী হাসান জানান, শনিবার রাতে সীমান্তে বিজিবির টহল জোরদার ছিল। এ ধরনের ঘটনা তাদের জানা নেই।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com