বাংলাদেশে শক্তিশালী গণতন্ত্র আছে বলেই খালেদা জিয়া সরকারের বিরুদ্ধে কথা বলতে পারছেন ——উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ এমপি
কমলগঞ্জ প্রতিনিধি॥ জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ এমপি বলেছেন, সরকার গ্রামীন অবকাঠামোগত উন্নয়নে বদ্ধ পরিকর। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ সরকার মানুষের কল্যানে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। উন্নত বাংলাদেশ নির্মানে মানুষের সকল চাহিদা পূরনে সরকার কাজ করছে। ২০১৮ সালের জুন মাসের মধ্যে কমলগঞ্জ উপজেলার একটি ঘরও বিদ্যুৎ বিহীন থাকবে না। জনগনের প্রতি ভালবাসার প্রতিদান হিসেবে শেখ হাসিনা তার রাজনৈতিক দর্শন বাস্তবায়নে মানুষের প্রয়োজনীয় সকল সমস্যার সমাধানে কাজ করছেন। শক্তিশালী গণতন্ত্র আছে বলেই খালেদা জিয়া সরকারের বিরুদ্ধে কথা বলতে পারছেন।
তিনি ১১ ফেব্রুয়ারি শনিবার রাতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের নুরজাহান চা বাগানে শীতার্ত চা-শ্রমিকদের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগ, কমলগঞ্জ এর আয়োজনে শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
মাধবপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আসিদ আলীর সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা সুমন আহমেদ এর পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান, উপজেলা যুবলীগ সভাপতি মো. আনোয়ার হোসেন, চা-শ্রমিক নেত্রী ময়নামতি প্রমুখ। এর আগে উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ এমপি গ্রামীন রাস্তায় কম-বেশী ১৫মিটার দৈর্ঘ্যরে সেতু/কালভার্ট নির্মাণ শীর্ষক প্রকল্পের আওতায় বাস্তবায়িত মাঝেরছড়া-নুরজাহান রাস্তায় মাঝের ছড়া ব্রীজ, বটেরতল-ফুলবাড়ী রাস্তায় লংগুছড়া ব্রীজ, ভান্ডারীগাঁও-বটেরতল রাস্তায় জিবতরী ব্রীজ, মাধবপুর-পুরানবাড়ী রাস্তায় জফলা ব্রীজ ও শিববাজার খালের উপর ৫টি ব্রীজ এর উদ্বোধন করেন।
মন্তব্য করুন