বাংলাদেশ এসোসিয়েশন বৃষ্টল বাথ এন্ড ওয়েষ্ট এর উদৌগে ২০১৯ সালের হজ্জ যাত্রীদেরকে প্রশিক্ষন ও বিদায় সম্বর্ধনা প্রদান করা হয়েছে
খায়রুল আলম লিংকন: বাংলাদেশ এসোসিয়েশন বৃষ্টল বাথ এন্ড ওয়েষ্ট কতৃপক্ষের উদৌগে ২০১৯ সালের হজ্জ যাত্রীদেরকে হজ্বের আহকাম সহ প্রয়োজনীয় সকল বিষয়ের প্রশিক্ষন ,বিদায় সম্বর্ধনা প্রদান ও দোয়া মাহফিল বৃষ্টল সেন্ট্রাল মসজিদে অনুষ্টিত হয়েছে।
বাংলাদেশ হাঊজের ট্রাস্টি এম এ ওয়াহাব (এমবি ই)এর সভাপতিত্বে ও এডুকেশন সেক্রেটারী আইনুল ইসলাম এর পরিচালনায় অনুষ্টিত সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ এহসান খান।হজ্বের ফরজ সহ অন্যান্য আহকাম নিয়ে বাংলা ও ইংলিশ ভাষায় আলোচনা করেন বৃষ্টল সেন্ট্রাল মসজিদের খতিব হাফিজ মৌলানা ইকরাম উদ্দীন,শাহজালাল মসজিদের খতিব মৌলানা আজিজুর রহমান,হাফিজ মৌলানা লুৎফুর রহমান।
রবিবার বাদ জোহর থেকে বিকেল পর্যন্ত স্থানীয় বৃষ্টল সেন্ট্রাল মসজিদে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে চলতি বছরের ২৫ জন হজ্জযাত্রী সহ বিভিন্ন কমিউনিটির নতুন প্রজন্মের ছেলে মেয়ে ছারাও বিভিন্ন বয়সের নারী-পুরুষ গন অংশগ্রহণ করেন। হজ্ব তালিম অনুষ্ঠানে বিষয়ভিক্তিক আলোচনায় অংশ নেন বিশেষজ্ঞ আলেমগন।
অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ হাঊজের সভাপতি ফকরুল আলী,সাধারন সম্পাদক মোর্শেদ আহমদ মতচ্ছির ,ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন বৃষ্টল সেন্ট্রাল মসজিদ কমিটির সভাপতি আব্দুর রাজিক ও বাংলাদেশ হাঊজের ধর্ম বিষয়ক সম্পাদক সেলিম আহমদ খান।
প্রশিক্ষণ প্রদানকালে বক্তারা বলেন, হজ্জ হচ্ছে ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে অত্যন্ত গুরুত্বপুর্ণ একটি স্তম্ভ। প্রত্যেক সামর্থবান মুসলমানের জন্য জীবনে একবার হজ্জ পালন করা অপরিহার্য। এই ফরজ পালনে শারীরিকভাবে বেশি পরিশ্রম করতে হয়। তাই হজ্ব যাত্রীদের হজ্জের পুর্বে শারিরীক ও মানসিকভাবে সার্বিক প্রস্তুতি গ্রহণ প্রয়োজন।
তাঁরা আরো বলেন, হজ্জে যাওয়ার পুর্বে প্রত্যেক যাত্রীর জন্যই প্রশিক্ষণ গ্রহণ করা অত্যাবশ্যক। কারণ প্রকৃত নিয়ম-নীতি জানা না থাকলে বিশুদ্ধভাবে হজ্জ পালন করা সম্ভব নয়। আর বিশুদ্ধভাবে হজ্জ পালন করতে না পারলে এটা হবে শুধু মক্কা-মদীনা ভ্রমণ, হজ্জ পালন নয়। তাই হজে যাওয়ার পুর্বে হজ্জ প্রশিক্ষণে অংশগ্রহণের কোনো বিকল্প নেই।
সার্বিক সহযোগীতায় ছিলেন বাংলাদেশ হাঊজ পরিচালনা কমিটির সহ-সভাপতি চমক আলী, ট্রেজারার জাবেদ রহমান,যুগ্ম-সম্পাদক মতচ্চিন আলী , অর্গেনাইজিং সেক্রেটারি সিদ্দীক মিয়া ,প্রেস এন্ড মিডিয়া সেক্রেটারি খায়রুল আলম লিংকন, স্পোর্ট সেক্রেটারি আখলাকুল আম্বিয়া রাবেল,মোক্তাদির মিয়া ,আব্দুল ওয়াহিদ ,মাসুম কামালি, সিরাজ আলী, শাহীনুর মির্জা,মসকুদ আলী, আবুল মিয়া প্রমুখ।
বৃষ্টলে দ্বীতিয় বারের মতো বাংলাদেশ হাউজের উদৌগে ও স্থানীয় শাহজালাল মসজিদ,বৃষ্টল সেন্ট্রাল মসজিদ, জালালাবাদ ইসলামিক সেন্টার,শাহপরান ইসলামিক সেন্টার এর সহযোগীতায় এরকম হজ্জ যাত্রীদেরকে প্রশিক্ষন ও বিদায় সম্বর্ধনা প্রদান করায় কমিউনিটির পক্ষ থেকে বর্তমান কমিটি ও মসজিদ কমিটিকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়।
হাজ্বীদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন বৃষ্টল সেন্ট্রাল মসজিদের খতিব মুফতি মৌলানা ইকরাম উদ্দীন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বায়তুল মোকাররম মসজিদের খতিব মৌলানা মনসুর আহমদ চৌধুরী, মৌলানা রফিকুল ইসলাম,শাহপরান মসজিদের ইমাম মৌলানা আহমেদ চৌধুরী, জি এস সি সাউথ ওয়েষ্ট রিজিয়নের সেক্রেটারী সৈয়দ আবু সাঈদ আহমদ, বৃষ্টল বাংলা প্রেস ক্লাবের সভাপতি কামরুল ইসলাম, সমরুল হক, মোসলেহ আহমদ, মখলিছ আলী, শফিকুর রহমান চৌধুরী, হাজী মকদ্দছ আলী, মাসুক মিয়া, দিলদার মিয়া,আতিকুর রহমান প্রমুখ।
পরিশেষে মধ্যাহ্ন ভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করাহয়।
মন্তব্য করুন