বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন মৌলভীবাজার জেলা শাখার মতবিনিময়
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের রাজনগর উপজেলায় বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন (গভ. রেজি. এস-১০২৮/৯৮) এর নতুন কমিটির পরিচিতি সভা ও অভিষেক অনুষ্ঠান ২০২৩ শুক্রবার ৪ আগস্ট বিকেল সাড়ে ৩টায় রাজনগরস্থ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মহাসচিব মোঃ মিজানুর রহমান সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মো: আবদুল আলীম, কেন্দ্রীয় সহশিক্ষা সম্পাদক মোঃ মোশারফ হোসেন, কেন্দ্রীয় অনলাইন এনালিস্ট মুহা. ফজলে রাব্বি, মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি সাংবাদিক লেখক কলামিস্ট মোঃ এহসানুল হক, জেলা সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন হবিগঞ্জের মাধবপুর উপজেলা সাধারণ সম্পাদক মোঃ সুজন, জেলা সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুল হান্নান।
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের রাজনগর উপজেলা শাখার নবনির্বাচিত সভাপতি হারুনুর রাশিদ এর সভাপতিত্বে ও উপজেলা সাধারণ সম্পাদক মোস্তফা বকশ এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা কমিটির সিনিয়র সহসভাপতি রাজনগর কেজি স্কুলের প্রধান শিক্ষক মামুনুর রশিদ বকস, সহ-সভাপতি রাজনগর চা বাগান বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক, যুগ্ন সাধারণ সম্পাদক কদমহাটা জে.সি একাডেমির প্রধান শিক্ষক রিংকু চন্দ্র দাশ, সাংগঠনিক সম্পাদক পাতাকুঁড়ির কেজি স্কুলের প্রধান শিক্ষক দিলাল মিয়া, অর্থ সম্পাদক শাহজালাল (রহ.) একাডেমির প্রধান শিক্ষক ছানা কান্ত শীল প্রমুখ। অনুষ্ঠানে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সম্মাননা স্মারক তুলে দেন রাজনগর উপজেলা কমিটির নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন শ্রীমঙ্গল উপজেলা সভাপতি আলী আহমদ, সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে নতুন কমিটির নির্বাচিত নেতৃবৃন্দের শপথ পাঠ করান সংগঠনের মহাসচিব মিজানুর রহমান সরকার। সভায় রাজনগর উপজেলার ৫৬টি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন সংগঠনটি সারা দেশের কিন্ডারগার্টেন স্কুল শিক্ষকদের কল্যাণে এবং শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। মৌলভীবাজার জেলার ৭টি উপজেলাসহ দেশের প্রতিটি জেলা উপজেলায় এ সংগঠনের শাখা রয়েছে।
মন্তব্য করুন