বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশন তুলুজ ফ্রান্স,র আয়োজনে বড়দিন উৎসব পালিত
ফ্রান্স থেকে আবু তাহির॥ বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশন তুলুজ ফ্রান্স এর উদ্যোগে বর্ণ্যাঢ্য আয়োজন মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান্ চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পিঠা মেলা আয়োজনের মাধ্যমে ২৫ ডিসেম্বর রবিবার পালিত হয়েছে খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন।
বড়দিনের সকালে প্রথম পর্বে গির্জায় মূল প্রার্থনার মধ্য দিয়ে বড়দিনের উৎসব শুরু হয়। এতে বাংলায় বড়দিনের খ্রিষ্টযাগ উৎস্বর্গ করেন প্যারিস থেকে আগত ফাদার প্রেমু রোজারিও।অনুষ্ঠানের দ্বিতীয় পর্বের শুরুতেই বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশন তুলুজ ফ্রান্স এর ২০১৬-২০১৮ খ্রিষ্টাব্দের কার্যকরী পরিষদের কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান ফাদার প্রেমু রোজারিও ।
এরপর প্রভু যিশুর গুণকীর্তন করেন এসোসিয়েশন এর সভাপতি মিঃ অণু হিউবাট রোজারিও , সহ সভাপতি মিঃ লরেনস পিউরিফিকেশন, সহ সভাপতি মিঃ শীমু ডী-কস্তা, মহাসচিব আশীষ অলিভার রোজারিও, সহকারী সচিব মিঃ সুমন পাল এসেনসন, কোষাধ্যক্ষ মিঃ জেমস রোজারিও, সাংগটনিক সম্পাদক মিঃ জাবিয়ার রোজারিও সহ সকল কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ ও সাধারণ সদস্যগন।
বক্তারা বলেন খ্রিস্ট ধর্মের প্রবর্তক যিশু খ্রিস্ট দুই হাজার বছর আগে মাতা মেরির কোল আলো করে পৃথিবীর বুকে আবির্ভাব ঘটে পুণ্যাত্মা যিশু খ্রিষ্টের। খ্রিষ্টান ধর্মাবলম্বীরা যিশুকে নিজেদের ত্রাণকর্তা হিসেবে গণ্য করে থাকেন। হিংসা দ্বেষ-পঙ্কিলতাপূর্ণ এই পৃথিবীর মানুষকে সুপথে আনার জন্য উদ্ধার কর্তা হিসেবে আবির্ভূত হন যিশু। পথভ্রষ্ট মানুষের সামনে নিয়ে আসেন মহৎ স্বর্গীয় বাণী। সৃষ্টিকর্তার মহিমা প্রচার এবং মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করতে প্রভু যিশুর এ ধরায় আগমন ঘটেছিল।
মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনায় ছিলেন মিঃ ববি পেরেরা ও ক্যামিয়া ।
নাচ, গান, কবিতা আবৃতি, কৌতুক এর মাধ্যমে অনুষ্ঠানে আগত সংগটনের সকল সদস্য ও আগত অতিথিদের মাতিয়ে রাখেন বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশন তুলুজ ফ্রান্স এর শিল্পী মিঃ সরুজ কোড়াইয়া, মিসেস দোলা, মিঃ বাবলু ,মিঃ সুমন, মিঃ উইলিয়াম ,ক্যাথি, জুলি, নিয়ন্তা ও মিঃ আশীষ।
পরিশেষে এসোসিয়েশন এর সভাপতি মিঃ অণু হিউবাট রোজারিও এর ধন্যবাদ বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয় ।
মন্তব্য করুন