বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে প্রীতি উরাং মৃত্যুর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের শাস্তি দাবি
স্টাফ রিপোর্টার॥ ঢাকার মোহাম্মদপুরের ডেইলি স্টার পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হকের বাসার কাজে নিয়োজিত শিশু গৃহশ্রমিক প্রীতি উরাং এর অস্বাভাবিক মৃত্যুর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের শাস্তির দাবিতে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ব্যানারে মানববন্ধন করেছেন সংগঠনের নেতাকমীর্রা।
২০ ফেব্রুয়ারী মঙ্গলবার দুপুর ১২ টায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয় শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের কার্যালয়ের সামনে।
এ সময় বক্তব্য রাখেন, বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক বিজয় হাজড়া, অর্থ সম্পাদক পরেশ কালিন্দি, সহ সভাপতি পংকজ কন্দ, ভারপ্রাপ্ত সম্পাদক নিপেন পাল, সহ সম্পাদিকা রেখা বাগতি, সবিতা গোয়ালা প্রমুখ।
ডেইলি স্টারের মৌলভীবাজার জেলা প্রতিনিধি মিন্টু দেশোয়ারার মাধ্যমে ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হকের বাসায় কাজে যায় ছোট মেয়ে প্রীতি। শুরু থেকেই পরিবারের লোকজনের সাথে প্রীতির যোগাযোগ তেমন করতে দেওয়া হতো না। ৬ ফেব্রুয়ারী যে দিন প্রীতি মারা যায় সেদিন মিন্টু দেশোয়ারা পরিবারে সদস্যদের শ্রীমঙ্গল যাওয়ার কথা বলে, শ্রীমঙ্গল গেলে পরে মিন্টু দেশোয়ারা প্রীতি উরাং মারাত্মক অসুস্থ বলে জানান এবং তার সাথে ঢাকায় যাতে হবে বলেন। সাংবাদিক মিন্টু দেশোয়ারার সাথে উনারা ঢাকায় গেলে সরাসরি থানায় নিয়ে যাওয়া হয় এবং সেখানে জানতে পারেন মেয়েটি নাকি নবম তলা থেকে পড়ে মারা গেছে। এরপর প্রীতির লাশ নিয়ে বাড়ি চলে আসেন। তারা কোনো মামলা হলো কি না সেটা জানেন না। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড না অন্য কিছু, এবিষয়ে সুষ্ঠু বিচারের দাবি করেন।
ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হকের বাসায় এর আগেও একটা শিশু গৃহশ্রমিক ফেরদৌসী নবম তলা থেকে লাফ দিয়ে পড়ে আহত হয়। মেয়েটির মা মামলা করলেও সে বিচার আজও পাননি। আগের অপকর্মের বিচার হলে এমন নৃশংস ভাবে মেয়েটাকে মেরে ফেলতে পারতো না। এটা প্রকারান্তরে মৃত্যু নয় সংঘটিত হত্যাকাণ্ড। তার যথাযথ বিচার নিশ্চিতের দাবিতে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন সবসময় সোচ্চার আছে এবং একই সাথে চা জনগোষ্ঠীর সকল প্রকার ন্যায়সংগত অধিকার আদায়ে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন পাশে থাকবে।
মন্তব্য করুন